fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

“হাত মে বাটন দাবাইয়ে, অউর কং….” ভোট প্রচারে মুখ ফসকে বেকায়দায় সিন্ধিয়া

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: পুরনো অভ্যাস এখনও যায়নি? মুখ ফসকে বেরিয়ে গেল সত্য কথা? বিপদ! ….. হাত চিহ্নে বোতাম টিপুন তার কংগ্রেসকে ভোট দিন… জনসভায় বলে ফেললেন মধ্যপ্রদেশে বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। হ্যাঁ ঠিকই ধরেছেন বিজেপি নেতা হয়েও এখনো পুরনো অভ্যাস না যাওয়ার ফলেই হয়তো মুখ ফসকে এমনটাই বলে ফেললেন মধ্যপ্রদেশের এই জননেতা।

রবিবার মধ্যপ্রদেশ উপনির্বাচনের জন্য ডাবরা কেন্দ্রে ভোট প্রচারে সে মঞ্চে দাঁড়িয়ে এমনটাই বলে ফেললেন জ্যোতিরাদিত্য। “হাত মে বাটন দাবাইয়ে আউর কংগ্রেসকো ভোট দিজিয়ে…..” যদিও বলা মাত্রই নিজেকে শুধরে নেন তিনি। তারপর বলেন কমলমে ভোট দিজিয়ে। করণা টিকা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে শোরগোল। ভাইরাল হয়েছে তার এই বক্তৃতার ভিডিওটিও।

আগামী ৩ নভেম্বর মধ্যপ্রদেশের ২৮ টি কেন্দ্রে হবে উপনির্বাচন। তার জন্যই জোরকদমে চলছে রাজনৈতিক প্রচার। মধ্যপ্রদেশে কে এগিয়ে শচীন পাইলট না জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তা নিয়ে রাজনৈতিক মহলে উত্তেজনা এই মুহূর্তে তুঙ্গে। তারমধ্যে সিন্ধিয়ার এই বক্তব্য বিজেপি কিভাবে নেয় অথবা নতুন করে কংগ্রেসের হাতে হাতিয়ার তুলে দেয় কিনা সেটাই দেখার।

Related Articles

Back to top button
Close