শরণানন্দ দাস, কলকাতা: পশ্চিমবঙ্গের রাজনৈতিক সন্ত্রাস নিয়ে রাজ্যপাল জগদীশ ধনকরের কাছে সোমবার সকালে নালিশ করলেন রাজ্যের বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে তৃণমূলের দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে খুন হন খানাকুলের ২৪৫ নম্বর বুথের কার্যকরিতা সুদর্শন প্রামাণিক। বিজেপির সূত্রে খবর, দলীয় কার্যকর্তা খুনের বিষয়ে রাজ্যপালের কাছে অভিযোগ করেছেন কৈলাস।
এদিন টুইট করেও তিনি বলেছেন, ‘ পশ্চিম বাংলায় যে হিংসার ঘটনা চলছে সেই বিষয়ে রাজ্যপালের সঙ্গে আলোচনা করেছি।’ প্রসঙ্গত স্বাধীনতা দিবসের দিন রাতে প্রবাসী বাঙালিদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সভাতেও কৈলাস অভিযোগ করেন, ‘ বাংলায় হিংসার রাজনীতি চলছে। বিদেশে বসে বাংলার পরিবর্তনের লড়াইয়ে আপনারা সাহায্য করুন। বাংলাকে বাঁচাতে হবে। আর বাংলাকে বাঁচাতে হলে বিজেপির সরকার দরকার।’ একইসঙ্গে প্রত্যয়ী কণ্ঠে বলেন, ‘ আগামী বছর ১৫ আগস্ট যখন এই আলোচনাসভা হবে তখন বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী থাকবে।’
রবিবার রাজ্যপাল অভিযোগ করেছিলেন, রাজভবনের উপর নজরদারি করা হচ্ছে। তথ্য বাইরে চলে যাচ্ছে। এই বিষয়েও রাজ্যপালের কাছে নিজের উদ্বেগ জানিয়েছেন কৈলাস। টুইটেও লিখেছেন, ‘ আমি রাজভবনে নজরদারির বিষয়ে উদ্বিগ্ন।’
আরও পড়ুন: জয়েন্ট এন্ট্রাস ও নিট পরীক্ষা স্থগিতের আর্জি খারিজ শীর্ষ আদালতের
সব মিলিয়ে একুশের আগে সবদিক থেকে শাসক দলকে চাপে রাখার কৌশল নিয়েছে গেরুয়া শিবির। খানাকুলের দলীয় কর্মী হত্যার ২৪ ঘণ্টার মধ্যেই রবিবার রাজ্যে এসে সোমবারই রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন কৈলাস। যিনি এ রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক। অন্যদিকে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দিল্লিতে বৈঠক করেছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।এখন দেখার চাপের রাজনীতির এই খেলায় শেষ হাসি কে হাসে।