
পঙ্কজ বিশ্বাস, বিধাননগর: বাগুইআটির নারায়ণতলায় অনুকূল ঠাকুরের একমাত্র জীবিত সন্তান প্রচেত রঞ্জন চক্রবর্তীr সঙ্গে দেখা করতে আসেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। প্রচেতা রঞ্জন চক্রবর্তী ভক্তদের মধ্যে কাজল দা নামে খ্যাত। এদিন বিকেলে বাগুইআটির পূর্ব নারায়ণতলায় এলাকায় প্রচেতা রঞ্জন চক্রবর্তীর বাড়িতে আসেন রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। বেশ কিছুক্ষণ তাদের মধ্যে কথা হয়।
যদিও কি কথা হয় সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানাননি কৈলাস বিজয়বর্গীয়। যদিও রাজনৈতিক মহলের ধারণা হিন্দু ধর্ম গুরুদের সঙ্গে দলের সম্পর্ক আরও উন্নত করতে বিজেপির এই উদ্যোগ।