একুশের লড়াইয়ে বাংলায় মুকুল! ‘বড়োভাই’ সম্বোধনে ইঙ্গিত কৈলাসের

শরণানন্দ দাস, কলকাতা: একুশের লড়াইয়ে মুকুলকে চাইছে গেরুয়া শিবির! সাধারণত বিজেপির সর্বভারতীয় সহ সভাপতিরা নিজের রাজ্যে দায়িত্ব পান না। এক্ষেত্রে ব্যতিক্রম হবে? কেন্দ্রীয় সহসভাপতির দায়িত্ব পাওয়ায় মুকুল রায়কে রাজ্য বিজেপির তরফ থেকে রবিবার আইসিসিআরএ সম্বর্ধনা দেওয়া হয়।
সেই অনুষ্ঠানে রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় মুকুল রায়কে ‘ বড়োভাই’ বলে সম্বোধন করে প্রশংসায় ভরিয়ে দেন। প্রশংসায় পঞ্চমুখ সহ পর্যবেক্ষক অরবিন্দ মেননও। এদিন কৈলাস মুকুল সম্পর্কে বলেন, ‘ মুকুলদা বাংলার রাজনীতির চাণক্য। একুশের লড়াইয়ে মুকুলদার অভিঞ্জতা কাজে লাগাতে হবে।বাংলার রাজনীতি এমন যে যেখানে তৃণমূল করলে সাধু। আর অন্য দল করলে তার বিরুদ্ধে কেস। মুকুলদার বিরুদ্ধে ৫০ টা কেস। আমার বিরুদ্ধে ২০ টা কেস আছে।’
তিনি বলেন, ‘ আমরা দেশের জন্য রাজনীতি করেছি, কখনও কুর্সির জন্য রাজনীতি করিনি। রামমন্দিরের জন্য আমাদের ৪ জন মুখ্যমন্ত্রীকে সরে যেতে হয়েছে। কিন্ত বাংলায় পরিবর্তন জরুরি। এই রাজ্য অনুপ্রবেশকারীদের ধর্মশালা হতে পারে না। এখানে শিক্ষা নিয়ে ও রাজনীতি হয়। এই বাংলায় একুশে আমরাই সরকার গড়বো। আমরা এই ভ্রষ্টাচারের সরকারকে উপড়ে ফেলবো।’
অরবিন্দ মেননও মুকুল রায়ের প্রশংসা করে বলেন, ‘ মুকুলদা পঞ্চায়েত এলাকার প্রতিটা জায়গা চেনেন। বিধানসভা নির্বাচনের আগে আমাদের প্রতিটা ঝোপড়িতে যেতে হবে। আওয়াজ তুলতে হবে দিদিকে বলে দাও তুমি ছেড়ে দাও।’
মুকুল রায় বলেন, ‘ আমাদের এখন একটাই লক্ষ্য একুশে বাংলায় ক্ষমতায় আসা। সব দ্বিধা দ্বন্দ্ব ঝেড়ে ফেলে একটাই লক্ষ্যে ঝাঁপাতে হবে। আর তার হল এই সরকারকে সরিয়ে বিজেপিকে প্রতিষ্ঠা করা।’