কলকাতাগুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন
মমতা দিদি যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ নষ্ট করছেন: কৈলাস
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ লাগলেন কৈলাস বিজয়বর্গীয়। শুক্রবার টুইট করে যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ নষ্ট করার জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করেছেন রাজ্যের বিজেপি কেন্দ্রীয় পর্যবেক্ষক।
কি লিখেছেন টুইটে? কৈলাস লিখেছেন, ‘দেশের মধ্যে সবচেয়ে বেশি ২০ শতাংশ বাংলার যুবক আত্মহত্যা করেন। এর কারণ হলো এ রাজ্যে উপযুক্ত ছাত্র সংগঠন নেই। তৃণমূল ছাত্র পরিষদ মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশে হাঙ্গামা, মারপিট করে।’
তিনি টুইটে আরও লিখেছেন, ‘ পশ্চিমবঙ্গে শাসকদল তৃণমূল কংগ্রেস বাস্তবে অরাজকতন্ত্রের সংগঠন। যে কারণে তৃণমূল ছাত্র পরিষদ অরাজকতার প্রাথমিক শাখা। কোনদিন এরা ছাত্রদের স্বার্থে গঠনমূলক কিছু করেনি। যেমন দল তার তেমনি ছাত্র সংগঠন।’