কাঁকসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বালকের মৃত্যু
জয়দেব লাহা, দুর্গাপুর: বাড়িতে মনসাপুজোর লাইট লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক বালকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, কাঁকসার গোপালপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সূর্য পাণ্ডে (১৩)। অষ্টম শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বালকের বাবা শ্যামল পাণ্ডে পেশায় দিনমজুর। তাঁর তিনটি কন্যাসন্তান ও এক পুত্রসন্তান সূর্য। তাঁরা বাড়িতে প্রতিবছর মনসা পুজো করেন। বাড়ির উঠোনে রয়েছে মনসা মন্দির। এদিন রাতে মনসা মন্দিরে লাইট জ্বালানোর কাজ চলছিল।
[আরও পড়ুন- দিন দিন পশ্চিম মেদিনীপুরে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা]
সেখান থেকে বিদ্যুৎস্পৃষ্ঠ হয় সূর্য। পরিবারের লোকজনের বিষয়টি নজরে পড়তেই তড়িঘড়ি তাকে উদ্ধার করে রাজবাঁধ এলাকায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করে। সোমবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।