fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

বিকেলের কালবৈশাখীতে লন্ডভন্ড পুরুলিয়া

গৌতম প্রামাণিক, পুরুলিয়া, ২৭ মে: আমফানের প্রভাব না পড়লেও বুধবারের বিকেলের অনামি ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল পুরুলিয়া। রাস্তার উপর কোথাও লরির উপর ভেঙে পড়ল গাছের ডাল। কোথাও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ল ঝড়ে। এদিন বিকেল থেকে কালো মেঘ দ্রুত ভয়ঙ্কর রূপ নেয় পুরুলিয়ায়। প্রবল ঝড় তাণ্ডব চালায়।

গাছ পড়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় বেশ কয়েকটি রাস্তায়। বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। বিদ্যুৎ পরিষেবা অচল হয়ে পড়ে পুরুলিয়া শহরে। যদিও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তৎপরতার সঙ্গে বিপর্যয় মোকাবিলায় নেমে পড়ে স্থানীয় প্রশাসনের কর্মীরা।

প্রচন্ড ঝড় বৃষ্টিতে পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নষ্ট হয়ে যায় অত্যাধুনিক প্রযুক্তিতে গড়ে তোলা জুরাসিক পার্ক। বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় জানান, ”প্রচন্ড গতিতে থাকা ঝড় সব তছনছ করে দেয়। খোলা আকাশে গড়ে উঠা অত্যাধুনিক পার্ক এবং অন্যান্য আকর্ষণীয় বিভাগের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব নয়।’

Related Articles

Back to top button
Close