
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: শুরু হয়েছে আনলক ওয়ান। আনলক ওয়ানে রাজ্য সরকারের নির্দেশে ১ জুন থেকে ধর্মীয় স্থান খোলায় ছাড়পত্র মিলেছে। যদিও কালীঘাট, দক্ষিণেশ্বর, আদ্যাপীঠের মতো বড় মন্দিরগুলোর দরজা ভক্তদের জন্য খোলা হয়নি। তবে এই সপ্তাহেই যাতে মন্দির খোলা যায় তার চূড়ান্ত তত্পরতা শুরু করে দিল কালীঘাট মন্দির কর্তৃপক্ষ। রাজ্যসভার তৃণমূল সাংসদ তথা কালীঘাট মন্দির কমিটির সভাপতি শুভাশিস চক্রবর্তী বলেছেন, বিধি মেনে মন্দির খোলার সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। তাঁর আশা, চলতি সপ্তাহেই খোলা যাবে মন্দির।
আরও পড়ুন: ৫০% ভাড়া বৃদ্ধির পথে বাস মালিকেরা, মানবে না রাজ্য
জানা যাচ্ছে ,গোটা মন্দির স্যানিটাইজ করার কাজ শুরু হয়েছে। এমনকি মন্দিরের বাইরে স্যানিটাইজ টানেলের ব্যবস্থা করা হবে। তার মধ্যে দিয়েই ভক্তরা মন্দিরে প্রবেশ করবেন। কিছুদিন আগেই নবান্ন থেকে এক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন মন্দির খুললেও সেখানে একসঙ্গে ১০ জনের বেশি প্রবেশ করা যাবে না। আর সেই বিধি মেনেই একসঙ্গে ১০ জনের বেশি মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না কালীঘাট মন্দিরে। ১০ জন বেরিয়ে আসার পর পরের ১০ জন মন্দিরে প্রবেশ করতে পারবেন।