
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আনলক ৫ শুরু হবে ১ অক্টোবর থেকে। যদিও এখনও কেন্দ্রীয় সরকার নতুন কোন নির্দেশিকা জারি করেনি, তবে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার সম্ভাবনা। তবে ইতিমধ্যেই কালি টেম্পল কমিটি ১ অক্টোবর থেকে কালীঘাট মন্দিরে ফুল মালা, প্রসাদ সহযোগে পুজোর সিদ্ধান্ত নিল। একইসঙ্গে মন্দিরে বিগ্রহ দর্শনের সময়ও বাড়ানো হচ্ছে। ১ অক্টোবর থেকে সকাল ৬ টা থেকে দুপুর ১ টা ও বিকেল ৪ টে থেকে রাত ৯ টা পর্যন্ত দর্শনার্থীরা মন্দিরে প্রবেশ করতে পারবেন।
আরও পড়ুন: ‘পুজো আসছে বলে করোনাকে অবহেলা করা যাবে না’, প্রশাসনিক সভা থেকে বার্তা মুখ্যমন্ত্রীর
কালি টেম্পলের কোষাধ্যক্ষ কল্যাণ হালদার বলেন,’ সোমবার সেবায়েত কাউন্সিল ও কমিটির সদস্যদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। করোনার সমস্ত বিধি নিষেধ মেনে পরীক্ষা মূলকভাবে এই ব্যবস্থা চালু হচ্ছে। জেলা বিচারকের অনুমতি নিয়ে শিগগিরই গর্ভগৃহ দর্শনের ব্যবস্থা করা হবে।’ মন্দির সূত্রে খবর, দর্শনার্থীদের ভিড় বাড়ার কারণেই মন্দির খোলার সময়সীমা বাড়ানো হচ্ছে। অনেকেই বহু দূর থেকে এসে দর্শন না করে ফিরে যেতে বাধ্য হচ্ছিলেন। সেই কারণেই সময়সীমা বাড়ানো হচ্ছে।