কালনায় ডাম্পারের ধাক্কায় ২ যুবকের মৃত্যু
অভিষেক চৌধুরী, কালনা: পূর্ব বর্ধমানের কালনায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল বাইক আরোহী দুই যুবকের। মৃতদের নাম প্রতাপ হাজরা (১৯) ও সুব্রত পাত্র (২৫)।তাদের বাড়ি কালনার সিমলন গ্রামে।রবিবার কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহদুটির ময়না তদন্ত করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে যে, কালনার সিমলন গ্রামের ওই দুই যুবক কাজ সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। কালনার বুলবুলিতলা সংলগ্ন সোনাডাঙার কাছে এই দুর্ঘটনার পরেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গেছে যে, ওই দুই যুবক রাজমিস্ত্রীর কাজ করেন। মন্তেশ্বর থেকে কাজ সেরে মোটরবাইক নিয়ে তারা বাড়ি ফিরছিল। ডাম্পারের সঙ্গে ধাক্কা লাগলে দুইজনই গুরুতর জখম হন। এরপরেই আশঙ্কাজনক অবস্থায় তাদের কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হলে হয় সুব্রত পাত্রকে চিকিৎসক মৃত বলে জানায়। প্রতাপ হাজরার অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে বর্ধমান মেডিক্যাল হাসপাতালে স্থানান্তরিত করা হলে ওই রাতেই তার মৃত্যু হয়।