fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

কালনা জিআরও দফতরের ছাদের অংশ ভেঙ্গে আহত ২ কর্মী

নিজস্ব সংবাদদাতা, কালনা: ছাদের নিচের দিকের অংশের সিমেন্টের চাঙ্গর ভেঙে পড়ে আহত হলেন কালনা মহকুমা আদালতের  দুই কর্মী। আর এই ঘটনাটি ঘটেছে কালনা মহকুমা আদালতের জিআরও দপ্তরে।আহতরা হলেন লেডি কনস্টেবল কোয়েল প্রামানিক ও সিভিক ভলেন্টিয়ার অরুণ সরকার।আহতদের উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তারা চিকিৎসাধীন।
এই বিষয়ে কালনা বার অ্যাসোসিয়েশনের পরিচালন কমিটির সদস্য পার্থসারথী কর বলেন, ‘জিআরও দপ্তরের বহুদিন থেকেই জীর্ণদশা।ফলে এই  দফতর বর্তমানে মুন্সেফ আদালতে স্থানান্তরিত করা হয়।সেই মুন্সেফ আদালতে পুলিশ ফাইলের কাজ চলছিল।হঠাৎই সোমবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ছাদের চাঙ্গর ভেঙ্গে পড়ে।এই ঘটনায় দুইজন কর্মী আহত হোন।বিষয়টি কালনা মহকুমাশাসককে জানিয়েছি।তিনি বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন।এছাড়াও আমরা জেলা জজ সহ উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো।’
এই ঘটনার পর জিআরও অফিস অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার দাবি জানান আইনজীবীরা।শুধু জিআরও অফিস নয়, কালনা আদালত চত্বরের পরিকাঠামো নিয়েও নানা মহলে ক্ষোভ রয়েছে। আইনজীবীদের অভিযোগ,আদালতে বিচারপ্রার্থীদের জন্য কোনও বসার জায়গা নেই। পানীয় জল,শৌচাগারের বন্দোবস্ত না থাকায় মুশকিলে পড়েন মহিলারা।পার্থসারথিবাবু আরো জানান যে, ‘কালনা শহরের ১৫ নং ওয়ার্ডকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করায় সোমবার থেকে ২২ শে জুলাই পর্যন্ত আদালত বন্ধ হয়ে যায়।তবে পুলিশ ফাইলের জন্য আদালত চলবে।

Related Articles

Back to top button
Close