fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

রেশন দোকানে পরিষেবা ঠিকমতো দেওয়া হচ্ছে কিনা খতিয়ে দেখতে মহকুমাশাসক সুমন সৌরভ মোহান্তি

অভিষেক চৌধুরী, কালনা: পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ও পূর্বস্থলীর বিভিন্ন রেশন দোকান সহ বিভিন্ন স্কুল ও অঙ্গনওয়াড়ী সেন্টারগুলিতে ঠিকমতো পরিষেবা দেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে সোমবার জুন মাসের প্রথম দিনেই সরেজমিনে তা ঘুরে দেখলেন কালনার মহকুমাশাসক সুমন সৌরভ মোহান্তি।

কারণ গত মে মাসে খাদ্য সামগ্রী কম দেওয়া থেকে নিয়মিত সময় অনুযায়ী রেশন দোকান না খোলা, প্রাপ্য মাল না দেওয়া সহ একাধিক অভিযোগ ওঠে কালনা মহকুমার অনেক রেশন দোকানের ডিলারদের বিরুদ্ধে। রেশন বিলি নিয়ে গ্রাহকদের মধ্যে ক্ষোভ বিক্ষোভও দেখা যায়। অভিযোগ ওঠা মহকুমায় এমন ৩২টি রেশন দোকানের বিরুদ্ধে তদন্তও হয়।

১৪জন রেশন ডিলারের বিরুদ্ধে তিন লক্ষ ৭৭হাজার টাকা জরিমানাও করা হয়। এই নিয়ে রবিবার মহকুমা শাসক এক সাংবাদিক সম্মেলনও করেন। এই বিষয়ে মহকুমা শাসক বলেন, সাধারণ মানুষ যাতে তাঁদের প্রাপ্য রেশন সামগ্রী পান সেটা দেখতেই এই অভিযান।
কোনও বেনিয়ম মানা হবে না। মহকুমা ও ব্লক স্তরের আধিকারিকদের বিশেষ টিম রেশন দোকান গুলিতে অভিযানে থাকবেন।

Related Articles

Back to top button
Close