fbpx
কলকাতাহেডলাইন

শুভেন্দুকে নিয়ে এক সপ্তাহে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন কল্যাণ!

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেই বলেছিলেন, ‘‌মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে পুরসভার সামনে আলু বিক্রি করতিস রে। দাদার অনুগামীরা দাদার সঙ্গে চলে যাক। হিসাবটা আমরা বুধে নেব। ..’ঠিক এই সুরেই কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী সম্পর্কে বক্তব্য রেখেছিলেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এক সপ্তাহের মধ্যে কার্যত তিনি পাল্টে নিলেন স্টান্স! প্রেক্ষাপট, শুভেন্দুর রামনগরের মেগা সভা! এক সপ্তাহের মধ্যেই নিজের অবস্থান থেকে কার্যত ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‌আমি খুব খুশি। শুভেন্দুর প্রতিটা কথাকে আমি স্বাগত জানাচ্ছি।’‌

রামনগরের মেগাসভায় পারদ চড়িয়ে , শুভেন্দু অধিকারি সাফ জানান, মুখ্যমন্ত্রীও তাঁকে তাড়াননি, আর তিনিও দল ছাড়েননি। শুভেন্দুর এই বার্তার পর থেকেই কার্যত তৃণমূলের অন্দরে খানিকটা স্বস্তির হাওয়া। আর সেই সঙ্গে এক সপ্তাহে নিজের অবস্থান থেকে কার্যত ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমি খুব খুশি। এঁর প্রতিটা কথাকে স্বাগত জানাচ্ছি।’

এই পরিস্থিতিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌শিশির অধিকারী পিতৃস্থানীয়। তাঁকে শ্রদ্ধা করি। তাঁর পরিবারের প্রত্যেকের প্রতি ভালোবাসা আছে। শুভেন্দুর প্রতি আমার ভালোবাসা কেন থাকবে না? আমি ঢাক বাজাই না, আমি বুকও বাজাই না। তবে সিঙ্গুর নন্দীগ্রামে আমারও কিছু ভূমিকা রয়েছে। আজ শুভেন্দু যা বলেছেন, দলের জন্য ভালো।’‌ একধাপ এগিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন,’আমি ঢাক বাজাই না, আমি বুকও বাজাই না। তবে সিঙ্গুর নন্দীগ্রামে আমারও কিছু ভূমিকা রয়েছে। আজ শুভেন্দু যা বলেছেন, দলের জন্য ভালো।’ প্রসঙ্গত, এক সপ্তাহ আগেই ‘দাদার অনুগামী’ পোস্টার ইস্যুতে শুভেন্দুর দিকে তুমুল তোপ দাগেন কল্যাণ। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে পুরসভার কাছে আলু বিক্রি করতিস রে। দাদার অনুগামীরা দাদার সঙ্গে চলে যাক। হিসেবটা আমরা বুঝে নেব। তৃণমূলের সঙ্গে বেইমানি করলে ঘরে ঢুকতে দেব না।

 

 

Related Articles

Back to top button
Close