fbpx
অসমহেডলাইন

শারদীয়া নবরাত্রি উপলক্ষে আলোর রোশনাইয়ে শক্তিপিঠ কামাখ্যা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: শারদীয়া নবরাত্রি উপলক্ষে আলোর রোশনাইয়ে সেজে উঠল শক্তিপিঠ কামাখ্যা। রঙবেরঙের আলোর ছটায় কেমন লাগছে অসমের গুহায়াটির অদূরে অবস্থিত এই জাগ্রত মন্দিরটি, আসুন একনজরে দেখে নেওয়া যাক কিছু ছবি।

আলোকিত কামাখ্যা মন্দির 

 

Related Articles

Back to top button
Close