রামমন্দিরের ভূমিপুজোর আগের দিন হনুমান চাল্লিশা পাঠ করবেন কমলনাথ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: অযোধ্যায় ভূমিপূজোর আগে নিজের বাড়িতে হনুমান চাল্লিশা পাঠ করবেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ। বাড়িতে হনুমান চাল্লিশা পাঠের জন্য সবরকমের ব্যবস্থা করেছেন তিনি। আগামী ৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো আর শিলান্যাস হবে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকবেন অযোধ্যায়। এছাড়াও উপস্থিত থাকবেন আরও অনেক বিশিষ্টজনেরা। আর পুজোর আগের দিন অর্থাৎ আগামী মঙ্গলবার সন্ধ্যায় নিজের বাড়িতে হনুমান চাল্লিশা পাঠের আয়োজন করেছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ। কমলনাথের বাড়িতে এই হনুমান চাল্লিশা পাঠের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আরও অনেকে। তবে করোনার সব নিয়ম মেনেই এই পুজোর আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন কংগ্রেসের মুখপাত্র ভূপেন্দর গুপ্তা।
[আরও পড়ুন- করোনা আক্রান্ত হয়ে মৃত্যু উত্তরপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রীর]
হনুমান ভক্ত মধ্যপ্রদেশের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা কমলনাথ জানিয়েছেন যে, “সব ভারতীয়ের সম্মতিতেই অযোধ্যায় রাম মন্দির তৈরি হচ্ছে, এতদিন পর দেশবাসীর স্বপ্ন সত্যি হতে চলেছে।” কমলনাথের আগে রাম মন্দির তৈরি হওয়ার পক্ষে কথা বলেছিলেন আরও এক কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। তিনি জানিয়েছিলেন যে, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীও অযোধ্যায় রাম মন্দির তৈরির পক্ষে ছিলেন। অন্যদিকে কংগ্রেস নেতা কপিল সিব্বল রাম মন্দির তৈরির বিপক্ষে ছিলেন। উল্লেখ্য, আগামী ৫ অগাস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো এবং শিলান্যাস। এই উপলক্ষে সেজে উঠছে অযোধ্যার একাধিক জায়গা। আলো দিয়ে সাজানো হয়েছে বহু মন্দির, গুরুত্বপূর্ণ ভবন।