কান্দিতে বিনামূল্যে সবজি ও মুদিখানার বাজার বসালো প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ারাস অ্যাসোসিয়েশন
কৌশিক অধিকারী, কান্দি: করোনা ভাইরাস জেরে দেশ জুড়ে চলছে তৃতীয় দফার লকডাউন । লকডাউনের জেরে সমস্যায় পড়েছেন বাস কর্মী ও হকাররা। এবার তাদের কথা মাথায় রেখে মঙ্গলবার সকালে কান্দি বাসস্ট্যান্ডে পূর্ত সড়ক দফতরের অফিসে প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিনামূল্যে সবজি বাজার ও মুদিখানা জিনিস তুলে দেওয়া হল দেড়শো জন শ্রমিকের হাতে।
প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ারাস অ্যাসোসিয়েশন মুর্শিদাবাদ জেলা শাখার অতিরিক্ত সাধারণ সম্পাদক পার্থ সেন জানান, মঙ্গলবার বাস শ্রমিক ও অসংগঠিত শ্রমিকদের হাতে বিনামূল্যে সবজি বাজার ও মুদিখানা ব্যবহৃত জিনিস তুলে দেওয়া হয়।
এই সমস্ত জিনিস পেয়ে খুশি প্রকাশ করেন শ্রমিকরা। বর্তমানে লকডাউনের জেরে কাজ না করতে পেরে দৈনিক দিন মজুর এর কথা মাথায় রেখে এই বিনামূল্যে সবজি বাজার ও মুদিখানা জিনিস তুলে দেওয়া হয়। ইতিমধ্যেই আগামীদিনে দৈনিক মজুর ও বাস কর্মীদের কাজ থাকবে কিনা তা ঠিক নেই ফলে প্রচন্ড সমস্যায় পড়েছেন এই শ্রমিকরা । তাদের কথা মাথায় রেখে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।