কঙ্গনার অফিস ভাঙচুর করার পর প্রিয়াঙ্কা গান্ধীর বাড়ি ভেঙে ফেলার দাবি উঠল

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: কঙ্গনার মুম্বাই অফিস ভাঙচুরের পরেই ট্যুইটারে প্রিয়াঙ্কা গান্ধীর বাড়ি ভাঙচুরের দাবি উঠল। হিমাচল প্রদেশের শিমলায় কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধীর বাড়ি ভাঙার দাবি ওঠে। ট্যুইটারে অনেকেই শিমলায় প্রিয়াঙ্কা গান্ধীর বাড়ি ভেঙে দেওয়ার দাবি করে। অনেকেই অভিযোগ করে বলেন যে, প্রিয়াঙ্কা গান্ধীর ওই বাড়ি অবৈধ ভাবে নির্মাণ করা হয়েছে। তাই সেটিকে ভেঙে ফেলা দরকার। শিমলার মেয়ে তথা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত আর মহারাষ্ট্রের শাসক দল শিবসেনার সঞ্জয় রাউতের বাকযুদ্ধের মধ্যেই কঙ্গনার অফিস ভেঙে দেয় বিএমসি।
Himachal government should demolish @priyankagandhi home in Himachal which is illegal. #DemolishPriyankaHimachalHome
.#DeathOfDemocracy #HimachalPradesh #KanganaRanaut @AmitShah @KanganaTeam pic.twitter.com/GWxOtN2Nfp— Sakshi 🥀 (@shaldankar18) September 9, 2020
[আরও পড়ুন- এবার থেকে বিদেশি অনুমোদন পাবে স্বর্ণ মন্দির, ছাড়পত্র কেন্দ্রের]
জানা গিয়েছে যে, সাড়ে চার বিঘা জমির উপর প্রিয়াঙ্কা গান্ধীর এই বিলাসবহুল বাড়িটি ২০০৮ সালে তৈরি করা হয়েছিল। হিমাচলের কংগ্রেস নেতা কেহর সিং খাচির নামে জমির দলিল আছে। ২০১১ সালে দুই তলা হওয়ার পর ডিজাইন পছন্দ না হওয়ার বাড়ি ভেঙে ফেলা হয়। প্রিয়াঙ্কার এর বাড়ি বানানোর জন্য তৎকালীন করেংস সরকার ল্যান্ড রিফর্ম অ্যাক্টের সেশন ১১৮ এর নিয়মে ছাড় দিয়েছিল। এই সেকশন অনুযায়ী, হিমাচল প্রদেশের বাইরে থাকা মানুষরা হিমাচলে জমি কিনতে পারবেন না।
This is @priyankagandhi ‘s house in #HimachalPradesh ! Most say it’s illegally constructed. I request @jairamthakurbjp to get it investigated and demolish it as soon as possible if found illegal. #EyeForEye #KanganaRanaut @KanganaTeam @ianuragthakur @AmitShah @narendramodi pic.twitter.com/hmiW2pGtTd
— Manu (@manusome9) September 9, 2020
২০০৭ সালে এই জমির মার্কেট ভ্যালু প্রতি বিঘা এক কোটি টাকা ছিল। আর প্রিয়াঙ্কা গান্ধীকে এই বাড়ির বানানোর জন্য চার বিঘা জমি মাত্র ৪৭ লক্ষ টাকায় দেওয়া হয়েছিল। এই বাড়ি নিয়ে হাইকোর্টও প্রিয়াঙ্কাকে নোটিশ জারি করেছিল।