fbpx
দেশহেডলাইন

করোনা অতিমারি কাটিয়ে শুরু হচ্ছে কানোয়ার যাত্রা, অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রকাশ্যে মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা যোগী সরকারের

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: করোনা অতিমারী কাটিয়ে দীর্ঘ দু’বছর পর শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত কানোয়ার যাত্রা। এই যাত্রাকে সুরক্ষিত করে তুলতে কোনও ফাঁক রাখতে চান না যোগী সরকার। তাই এবার এই যাত্রাপথে প্রকাশ্যে মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা ঘোষণা করল উত্তরপ্রদেশ সরকার। এই নির্দেশ সমস্ত জেলা ও স্থানীয় প্রশাসনকে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে যোগী সরকার।

আগামী ১৪ জুলাই শুরু হবে কানোয়ার যাত্রা। এই যাত্রা স্থানীয় মানুষ তো বটেই আশেপাশের অঞ্চলের মানুষের কাছেও সমান জনপ্রিয়। কাতারে কাতারে ভক্তদের ভিড় হয়। সেই কথা চিন্তা করেই কঠোর যোগী সরকার।

গোবলয়ের অতিরিক্ত মুখ্যসচিব জানিয়েছেন কানোয়ার যাত্রা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে করার জন্যই রাজ্যের সরকারের তরফে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

যোগী আদিত্যনাথ খোদ জানিয়েছেন, কানোয়ার  যাত্রার পথে কোথাও প্রকাশ্যে মাংস বিক্রি করা যাবে না মাংস। ইতিমধ্যে সব স্তরেই সেই বার্তা জানিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, প্রতি বছর শ্রাবণ মাসে দেশের বিভিন্ন রাজ্য থেকে ভক্তরা এই কানোয়ার যাত্রায় শামিল হয়ে থাকেন। হরিদ্বার, গোমুখ, গঙ্গোত্রী থেকে গঙ্গাজ‌ল নেওয়াই কানোয়ার যাত্রার মূল লক্ষ্য বা উদ্দেশ্য। জল সংগ্রহ করার পর, সেই জল ভগবান শিবের মাথায় ঢালা হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Related Articles

Back to top button
Close