নিজ নিজ ক্ষেত্রে অসামান্য কৃতিত্ব কন্যাশ্রী পুরস্কার পেল হাওড়ার ৫ কন্যা
পাপ্পা গুহ, উলুবেড়িয়া: নিজ নিজ ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের জন্য শুক্রবার কন্যাশ্রী দিবসে হাওড়ার ৫ কন্যার হাতে কন্যাশ্রী পুরস্কার তুলে দিল হাওড়া জেলা প্রশাসন। হাওড়া জেলা নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যান দফতরের উদ্যেগে জেলার ৫ কন্যার হাতে শংসাপত্র এবং গাছের চারা তুলে দেওয়া হয়। জানা গেছে এদিন পুরস্কার পেয়েছে কলকাতার ঠাকুরপুরের শম্পা হালদার ও পুরুলিয়ার বাসন্তি কুমার। অস্থিসংক্রান্ত প্রতিবন্ধকতা নিয়ে জন্মগ্রহন করা দুজনেই উলুবেড়িয়া আশা ভবন সেন্টারে থেকে নিজেদের প্রতিবন্ধকতাকে জয় করে এই বছর কাঁটাবেড়িয়া উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে।
[আরও পড়ুন- মালদার ভাবুক গ্রামপঞ্চায়েতটি দখল বিজেপির]
জেলা প্রশাসন সূত্রে খবর দুই মেয়ের এই অসামান্য কৃতিত্বকে স্বীকৃতি দিতে তাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হল। অন্যদিকে এদিন প্রশাসনের সাহায্যে নিজেদের বাল্যবিবাহ আটকানোর জন্য বাগনানের হেতমপুরের পায়েল খাতুন এবং বাইনানের আসপিয়া খাতুনের পাশাপাশি ন্যাশানাল যোগাসন প্রতিযোগিতায় পূর্ব ভারতে দ্বিতীয় স্থান অর্জনকারী সাঁকরাইলের ঝোড়হাটের অঙ্কিতা সামন্তর হাতে ও কন্যাশ্রী পুরস্কার তুলে দেওয়া হয়। জেলা প্রশাসন সূত্রে খবর এদিন কন্যাশ্রী পুরস্কার ছাড়াও কন্যাশ্রী প্রকল্পে ভালো কাজের জন্য আমতা বালিকা বিদ্যালয়, পাঁচলা আজিম মোয়াজ্জেম উচ্চ বিদ্যালয় ও জগৎবল্লভপুরের বড়গাছিয়া অঞ্চল পান্নালাল সিট বালিকা বিদ্যালয় এবং উলুবেড়িয়া কলেজ, বাগনান কলেজ ও আমতার রামসদয় কলেজকেও পুরস্কৃত করা হয়।