fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

করোনার রাম-ডিম-গোল মরিচের গুঁড়ো, কংগ্রেস কাউন্সিলরের মন্তব্যে বিতর্ক

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা ভাইরাস নিরাময় নিয়ে উপায় বাতলে বিতর্কে জড়ালেন কংগ্রেস কাউন্সিলর। কর্ণাটকের রবিচন্দ্র গাট্টি নামে ওই কংগ্রেস কাউন্সিলর দাবি করেছে যে, রাম-ডিম-গোল মরিচ, করোনা রুখতে সক্রিয়। আর এরপরেই ভাইরাল হয়েছে ওই কংগ্রেস কাউন্সিলরের কথা। তিনি বলেছেন যে, প্রথমে ৯০ এমএল রাম নিতে হবে গ্লাসে। এর মধ্যে এক চামচ গোল মরিচের গুড়ো দিতে হবে। এর সঙ্গে খেতে হবে দুটো আধ ভাজা ডিমের ওমলেট। তাতেই নাকি করোনান ভাইরাসকে রুখে দেওয়া যাবে।

[আরও পড়ুন- আরামবাগে ১৯ জন করোনা আক্রান্ত]

করোনা ভাইরাসের ওষুধ এখনও কোনও দেশে আবিস্কার হয়নি। একদিকে চলছে ভ্যাকসিনের খোঁজ, অন্যদিকে, চিকিৎসায় কোন ওষুধ ব্যবহার করা যায় তার খোঁজ চলছে। এরই মধ্যে কংগ্রেস কাউন্সিলরের এই মন্তব্য ঘিরে হাসির ফোয়ারা উঠেছে। কর্ণাটকের বেঙ্গালুরু থেকে ১২ কিলোমিটার দূরের উল্লাল শহরের বাসিন্দা এই কাউন্সিলর রবিচন্দ্র গাট্টি। তিনি দাবি করেছেন যে, করোনা রুখতে সবচেয়ে উপকারী রাম আর ডিম। সঙ্গে গোল মরিচের গুড়ো। উল্লাল পুরসভা সূত্রে জানা গিয়েছে, করোনা রুখতে যে ওয়ার্ড ভিত্তিক কোভিড টাস্ক ফোর্স কমিটি তৈরি করা হয়েছে তারই সদস্য কাউন্সিলর রবিচন্দ্র গাট্টি।

 

Related Articles

Back to top button
Close