মা দুর্গা বিসর্জনের পাশাপাশি তৃণমূলকেও বিদায় জানানোর আহ্বান কাশেম আলির

শ্যামলকান্তি বিশ্বাস: অশুভ শক্তির বিনাশ ঘটাতে মা দুর্গার আগমনী আবহে মেতে উঠেছিল বাংলা তথা ভারত সহ সমগ্ৰ বিশ্ব। মায়ের মাঙ্গলিক উপস্থিতি, করোনা অতিমারী সহ সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটবে, এটাই ছিল দেশবাসীর প্রত্যাশা। মা দুর্গা, ভক্তবৃন্দের আকুল প্রার্থনায় নিশ্চিত ভাবে সাড়া দেবেন, এ প্রার্থনা পরম্পরা। এবারে রাজ্যবাসীর মায়ের কাছে অতিরিক্ত প্রার্থনা ছিল, বাংলার শাসন ক্ষমতায় আসীন তৃনমূল কংগ্রেসের সমূলে বিনাশ!
অশুভ,গনতন্ত্র হত্যাকারী দেশের সর্বাধিক দূর্নীতি গ্ৰস্থ নিকৃষ্টতম রাজনৈতিক দলটির চিরতরে বিসর্জন। বিজেপি রাজ্য সংখ্যালঘু সেলের সহ-সভাপতি কাশেম আলি আরও বলেন, যে আমার স্থির বিশ্বাস, হয়তো মা দুর্গা, ভক্তবৃন্দের সে আকুল আবেদনে সাড়া দেবেন। রাজ্যের মানুষ আজ তৃণমূলের হাতে বন্দি, মুক্তি চাইছে, মুক্ত বাতাস চাইছে। গেরুয়া আবহে বাংলাকে নুতন আঙ্গিকে সাজিয়ে তুলতে রাজনৈতিক পটপরিবর্তন অত্যন্ত জরুরি। এবার পুজোয় দেশবাসীর সেরা উপহার লাদাখ নির্বাচনী ফলাফলে বিজেপি-র একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন। সারা দেশে এখন পরিবর্তনের আবহাওয়া বইছে, ২০২১ এর নির্বাচনের মধ্য দিয়ে নিশ্চিতভাবে রাজ্যবাসী মুক্তির স্বাদ পাবে।