বরফের চাদরে ঢেকেছে ভূস্বর্গ, মরশুমের শীতলতম দিন কাশ্মীরে

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: মরশুমের শীতলতম রাত দেখল শ্রীনগরবাসী। কাশ্মীরের তাপমাত্রা নেমেছে ৩.৭ ডিগ্রি সেলসিয়াসে। ঠাণ্ডায় কাঁপছে ভূস্বর্গ। বরফের চাদরে ঢেকেছে উপত্যকা। মৌসম ভবন জানিয়েছে যে, রবিবার কাশ্মীরে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম ছিল। অন্যান্য বছর এই সময়ে সাধারণত তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি ঘোরাফেরা করে। এদিন শ্রীনগরের তাপমাত্রা ৩.৭ ডিগ্রি থাকলেও কাশ্মীরের জনপ্রিয় স্কি রিসর্ট গুলমার্গে তাপমাত্রা ছিল মাইনাস ৭.৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আকাশ পরিষ্কার থাকায় ঠান্ডা বেশি অনুভূত হয়েছে। কাশ্মীরে ঠাণ্ডা এতটাই পড়েছে যে, এইবছর শীতলতম দিন ছিল কাশ্মীরে।
রবিবার রাতের পর সোমবার সকালেও কাশ্মীরের একাধিক স্থানে তাপমাত্রা ছিল মাইনাসের কাছাকাছি।
পহলগাঁওতে তাপমাত্রা-মাইনাস ৫.৬ ডিগ্রি
অনন্তনাগে তাপমাত্রা-মাইনাস ৩.০ ডিগ্রি
বান্দিপোরাতে তাপমাত্রা- .০ ডিগ্রি
শোপিয়ানে তাপমাত্রা-মাইনাস ৫.৪ ডিগ্রি
কুলগামে তাপমাত্রা-মাইনাস ২.১ ডিগ্রি
বুদগামে তাপমাত্রা-মাইনাস ২.৬ ডিগ্রি
পুলওয়ামাতে তাপমাত্রা-মাইনাস ৩.১ ডিগ্রি
কাজিগুন্ডেতে তাপমাত্রা-মাইনাস ২.৬ ডিগ্রি
কুপওয়াড়াতে তাপমাত্রা-মাইনাস ৩.৪ ডিগ্রি
কোকেরনাগে তাপমাত্রা-মাইনাস ১.৯ ডিগ্রি
নিবলে তাপমাত্রা-মাইনাস ৫.০ ডিগ্রি
মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে যে, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে। আগামী ২৪ ও ২৫ তারিখ তাপমাত্রা আরও কমবে বলে জানা গিয়েছে।