fbpx
দেশহেডলাইন

‘উগ্রজাতীয়তাবাদীরা আমাদের বিচ্ছিন্নতাবাদী বলে, কাশ্মীর নিয়ে বিজেপিকে খোঁচা ওমরের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বিধানসভা ভোটের আগে রাজনৈতিক উত্তাপ বাড়ছে উপত্যকায়। ফের মোদী সরকারের কাশ্মীর সিদ্ধান্ত নিয়ে সুর চড়ালেন এনসি নেতা ওমর আবদুল্লা। বিজেপিকে খোঁচা দিয়ে ওমর বলেছেন উগ্রজাতীয়তাবাদীরা আমাদের বিচ্ছন্নতাবাদী বলে থাকে। কাশ্মীর সিদ্ধান্তের প্রতিবাদে আইনিলড়াইয়ের পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

গত ২৪শে মার্চ ছাড়া পেয়েছেন। ২০১৯ সালের ৫ই অগাষ্ট জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করার পর থেকেই বন্দী দশা চলছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লার। নিরাপত্তা ও অশান্তি এড়ানোর যুক্তিতে গৃহবন্দী করে রাখা হয়েছে রাজনৈতিক নেতাদের। বন্ধ ছিল ইন্টারনেট পরিষেবা। তবে এরপর মুখ খুললেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর।

সরাসরি বিজেপি সরকারকে খোঁচা দিয়ে ওমর আবদুল্লা বলেছেন উগ্র জাতীয়তাবাদীরা আমাদের বিচ্ছিন্নতাবাদী বলে থাকে। উপত্যকার রাজনীতিক নেতাদের একাধিকবার বিচ্ছিন্নতাবাদী বলে আক্রমণ শানিয়েছে বিজেপি। তাঁদের গৃহবন্দি রেখে এক প্রকার সেই বার্তাই দেশবাসী এবং উপত্যকার বাসিন্দাদের কাছে রাখতে চেয়েছে মোদি সরকার। কোণঠাসা করে গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নিয়ে একচ্ছত্র আধিপত্য কায়েম করতে চাইছে কেন্দ্র। তবে এর বিরোধিতা করা হবে। কাশ্মীরের আঞ্চলিক দলগুলি মিলিতভাবে এর বিরোধিতা করবে। রাজনৈতিক ভাবে এর মোকাবিলা করার কথা এদিন জানান তিনি।

আরও পড়ুন: ফের লাদাখে লালফৌজের চোখ রাঙানি, রুখল ভারতীয় সেনাবাহিনী

এদিন ওমর আবদুল্লা বলেন ৩৭০ ধারা প্রত্যাহার করা হয়েছিল উন্নয়নের টোপ সামনে রেখে। কিন্তু আজ পর্যন্ত কোনও উন্নয়ন কাশ্মীরে দেখা যাচ্ছে না। এখনও কাটরা থেকে বানিহাল পর্যন্ত রেল প্রকল্প এক পাও এগোল না। কোনও নতুন কর্মসংস্থান নেই।

 

 

Related Articles

Back to top button
Close