fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

কুড়িয়ে পাওয়া পার্সেল ফেরত দিয়ে সততার নজির গড়লেন কাঁথির যুবক

মিলন পণ্ডা, কাঁথি (পূর্ব মেদিনীপুর): রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া পার্সেল ফেরত দিয়ে সততার নজির গড়লেন কাঁথির এক যুবক। বহুল প্রচারিত একটি অনলাইন সংস্থার পার্সেল কাঁথির পোস্ট অফিস মোড়ের কাছে দারুয়া হাসপাতালের রাস্তায় কপালকুণ্ডলার কাছে কুড়িয়ে পান কাঁথি শহরের দারুয়ার বাসিন্দা আখতার আলি খান। এরপর পার্সেলটি’র জন্য ওই অনলাইন কোম্পানির কাঁথি শাখার যোগাযোগ করেন। তারপরে পার্সেলটি সংস্থার কর্মরত এক যুবককে ফেরত দেন আখতার সাহেব। অনলাইন সংস্থার পক্ষ থেকে আখতার সাহেবকে ধন্যবাদ জানানো হয়।

আরও পড়ুন: ফোন করে বিধায়ককে খুনের হুমকি দেওয়ার ঘটনায় এবার গ্রেফতার বর্ধমানের এক সাংবাদিক

জানা গিয়েছে, কাঁথি দারুয়া রাস্তায় অনলাইন ডেলিভারি করতে আসা ব্যাগ থেকে পার্সেলটি অসাবধানবশত পড়ে যায়। রাস্তায় পড়ে থাকা পার্সেলটি দেখতে পান দারুয়া বাসিন্দা আখতার। পার্সেলটি ফিরে পেয়ে খুশি অ্যামাজন কোম্পানি কর্মরত যুবক।

Related Articles

Back to top button
Close