রেলযাত্রীদের হারিয়ে যাওয়া স্মার্টফোন ফিরিয়ে দিল কাটোয়া জিআরপি

দিব্যেন্দু রায়, কাটোয়া: ট্রেনে সফর করার সময় অনেক রেলযাত্রী অসাবধানতা বশত তাঁদের বিভিন্ন সামগ্রী হারিয়ে ফেলেন। অধিকাংশ ক্ষেত্রে হারিয়ে যাওয়া সামগ্রী তাঁরা আর ফিরে পাননা। কিন্তু এবার কাটোয়া রেল পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া স্মার্টফোন ফেরত পেলেন ১৭ জন রেলযাত্রী। রবিবার কাটোয়া জিআরপি অফিসে ওই রেলযাত্রীদের ডেকে তাঁদের হারিয়ে যাওয়া স্মার্টফোনগুলি ফিরিয়ে দিল রেলপুলিশ। ওই সমস্ত দামি স্মার্টফোনগুলি ফেরত পাওয়ার আশা এক প্রকার ছেড়েই দিয়েছিলেন ফোন মালিকরা৷
কিন্তু এদিন সেগুলি ফেরত পাওয়ার পর কাটোয়া জিআরপিকে তাঁরা কৃতজ্ঞতা জানাতে ভোলেননি। কাটোয়া জিআরপি ওসি রিয়াজ সামিম বলেন, “কাটোয়া আজিমগঞ্জ, কাটোয়া-বর্ধমান ও কাটোয়া-আমোদপুর শাখায় চলতি বছরের মে মাস থেকে গত শনিবার পর্যন্ত মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ১৯ টি অভিযোগ জমা পড়েছিল। তাদের মধ্যে ১৭ জনের ফোন উদ্ধার করা গিয়েছে। এদিন উদ্ধার হওয়া স্মার্টফোনগুলির মালিকদের হাতে ফোনগুলি তুলে দেওয়া হয়।”
[আরও পড়ুন- সেপ্টেম্বরে আরও ৮০ টি বিশেষ ট্রেন, তালিকায় রয়েছে বাংলাও]
হারিয়ে যাওয়া ফোন ফেরত নিতে আসা শবনম বেগম, মুনমুন মণ্ডলরা বলেন, “অসাবধানতা বশত আমরা আমাদের স্মার্টফোনগুলি ট্রেনের কামরায় ফেলে চলে গিয়েছিলাম। পরে কাটোয়া জিআরপির কাছে অভিযোগ জানাই। ফোনগুলি ফেরত পাওয়ার আশাই করিনি আমরা। তাই কাটোয়া জিআরপি যখন আমাদের ফোন উদ্ধারের কথা বলে তখন চমকে গিয়েছিলাম। এত তাড়াতাড়ি ফোন উদ্ধার হয়ে যাবে আশাই করতে পারিনি। এজন্য কাটোয়া রেলপুলিশকে অসংখ্য কৃতজ্ঞতা জানাই।”