পশ্চিমবঙ্গহেডলাইন
অস্থায়ী ফ্লু সেন্টার চালু করল কাটোয়া পুরসভা

দিব্যেন্দু রায়, কাটোয়া: আবহাওয়ার কারণে এলাকার অনেকেই জ্বর সর্দিতে ভুগছেন। কিন্তু করোনা ভাইরাসের আতঙ্কে তারা হাসপাতালে চিকিৎসা করাতে যেতে ভয় পাচ্ছেন। তাই ওই সমস্ত মানুষদের চিকিৎসা পরিষেবার জন্য কাটোয়া শহরে দুটি ফ্লু সেন্টার চালু করল কাটোয়া পুরসভা। শনিবার থেকে কাটোয়া পুর এলাকার ৩ এবং ১১ নম্বর ওয়ার্ড এলাকায় কমিউনিটি সেন্টারে অস্থায়ীভাবে এই ফ্লু সেন্টার চালু করা হয়েছে। তবে কোনও রোগীকে সন্দেহজনক বুঝলে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে বলে জানা গেছে।
আরও পড়ুন:প্লাজমা দান করলেন করোনা জয়ী দিল্লির আপ নেত্রী
পুরসভার চেয়ারপার্সন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, দুজন চিকিৎসক ও পুরসভার স্বাস্থ্যকর্মীরা এই ফ্লু সেন্টারে পরিষেবা দিচ্ছেন। ৩১ জুলাই পর্যন্ত এই ফ্লু সেন্টার দুটি চলবে বলে জানিয়েছেন তিনি।