fbpx
দেশবিনোদন

বিজেপির টিকিট  পেলে ভোটে লড়তে আগ্রহী: কঙ্গনা রানাউত

যুগশঙ্খ, ওয়েবডেস্ক:  বরাবরই বিতর্কিত অভিনেত্রী বলে পরিচিত কঙ্গনা রানাউত। যেকোনও বিষয় নিয়ে তার মন্তব্যের জন্য খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন তিনি। এবার তার নাম জড়াতে চলেছে বিজেপির সঙ্গে। অভিনেত্রী জানিয়েছেন, বিজেপির টিকিট পেলে ভোটে লড়বেন তিনি।

কঙ্গনা বলেছেন, ভারতের আসন্ন বিধানসভা নির্বাচনে যদি বিজেপি টিকিট দেয়, তাহলে হিমাচল প্রদেশের মাণ্ডি কেন্দ্রে প্রার্থী হতে আপত্তি নেই।

এর আগে সোশ্যাল মিডিয়ায় বার বার বিজেপি এবং হিন্দুত্ব নিয়ে সরব হয়েছেন কঙ্গনা।   বিজেপি-বিরোধীদের আক্রমণ করে কথা বলেছেন তিনি। তা নিয়ে বিতর্কেও জড়িয়েছেন বহুবার।

কঙ্গনার বিজেপিতে যোগদান নিয়ে একটা জল্পনা ছিলই। এবার সেটাই বাস্তবে পরিণত হতে চলেছে।

শনিবার কঙ্গনা বলেছেন, পরিস্থিতি যা-ই হোক,  সরকার যদি চায়, তাহলে আমি সব ধরনের অংশগ্রহণের জন্য প্রস্তুত। হিমাচল প্রদেশের মানুষ বা দল যদি চান আমি ভোটে লড়ি, সেটা আমার কাছে বড় সম্মানের। সেক্ষেত্রে আমার কোনো সমস্যা হবে না। আমার সৌভাগ্য হবে।

চলতি বছরের ১২ নভেম্বর বিজেপিশাসিত হিমাচল প্রদেশে ভোট। গণনা ৮ ডিসেম্বর। বার বার নিয়ম ভাঙার জন্য গত বছরের মে মাস থেকে কঙ্গনার অ্যাকাউন্ট  সাসপেন্ড করে রেখেছে টুইটার। বর্তমানে টুইটারের দায়িত্ব নিয়েছেন টেসলা  প্রধান ইলন মাস্ক।

এ ব্যাপারে কঙ্গনা বলেন, এক বছরের জন্য টুইটারে ছিলাম। টুইটার আমাকে এক বছরও সহ্য করতে পারেনি। গত মে মাসে ইনস্টাগ্রামে আমার এক বছর হয়েছে। এর মধ্যে তিন বার হুঁশিয়ারি এসেছে। বলে দিয়েছি, ইনস্টাগ্রামে আর থাকব না। আমার টিম আর এই কাজে নেই। এখন সব ঠিকঠাক। কারো এ নিয়ে কোনো সমস্যা নেই।

টুইটারে ফেরার প্রসঙ্গে কঙ্গনা বলেছেন, আমি ফিরে এলে লোকজনের জীবন অনেক বেশি চাঞ্চল্যকর হয়ে উঠবে। আর আমার জীবনে সমস্যা বাড়বে। কারণ, বিভিন্ন রাজ্যে আমার নামে অভিযোগ জমা পড়তে থাকবে। আমি এখন খুশি যে, টুইটারে নেই।

Related Articles

Back to top button
Close