গুরুত্বপূর্ণদেশহেডলাইন
কেরলে ভূমিধসের ঘটনায় মৃত বেড়ে ২১, জোরকদমে চলছে উদ্ধারকার্য
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: লাগাতার বৃষ্টিতে কেরলে ইদুক্কি জেলায় ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১। এখনও অনেকের আটকে থাকার সম্ভাবনা রয়েছে। করোনার আবহের মধ্যে নতুন করে এই ভূমিধসের ঘটনায় উদ্বেগে কেরল সরকার।
শনিবার সকাল থেকে জোরকদমে চলছে উদ্ধারকার্য। আরও তিনটি দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। আহতদের উদ্ধার করে ক্যাম্প করে তাদের চিকিৎসা চলছে।
প্রসঙ্গত, গত তিনদিনের লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত কেরল। তার মধ্যে কেরলের মুন্নারের কাছে ইদুক্কি জেলার রাজামালা’য় ভূমিধসের ঘটনা ঘটে। প্রায় ৮০ জন শ্রমিকের আটকে পড়ার খবর পাওয়া যায়। এরপরেই বিপর্যয় মোকাবিলা বাহিনী অতি দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছনোর চেষ্টা চালাতে থাকে। কিন্তু বৃষ্টি সেই উদ্ধারকার্যে বাধা হয়ে দাঁড়ায়।
এখনও পর্যন্ত ২১ জনের প্রাণ গেছে। পাশাপাশি, গুরুতর আহতদের অ্যম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।