fbpx
দেশহেডলাইন

কেরলে ভূমিধসে মৃত বেড়ে ৪৮, উদ্ধার আরও পাঁচটি দেহ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ভয়াবহ ভূমিধসে কেরলে মৃতের সংখ্যা আরও বাড়ল। কেরলের ইদ্দুকি জেলার রাজামালায় উদ্ধার হল আরও পাঁচটি দেহ। ফলে সোমবার পর্যন্ত ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৮। সোমবার কেরল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আরও পাঁচটি দেহ উদ্ধার হওয়ার পর, মৃতের সংখ্যা বেড়ে হল ৪৮।

উল্লেখ্য, প্রবল বৃষ্টির জেরে গত শুক্রবার ইদ্দুকি জেলায়, মুন্নারের অদূরে রাজামালায় ভূমিধস নামে। যেখানে ওই ভয়ঙ্কর ধস নামে, সেখানে থাকতেন প্রচুর চা-শ্রমিক। তাঁদের বহু পরিবার ধসে চাপা পড়ে যায়। ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৪৮। আপাতত উদ্ধারকাজ চলছে।

আরও পড়ুন: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত কেরল, ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৩, জোরকদমে চলছে উদ্ধারকার্য

আইএমডি’র পক্ষ থেকে সোমবার ইদুক্কি সহ ৬ জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। তবে মঙ্গলবার থেকে পরিস্থিতি কিছুটা উন্নত হবে জানানো হয়েছে।আইএমডি’র পক্ষ থেকে কাসারাগোদ, কুন্নুর, ওয়েনাড়, কোঝিকোড়, মাল্লাপুরম, আলাপ্পুঝা জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার গভীর রাতে মাল্লাপেরিয়ারে জলস্তর ১৩৬ ফুট উঁচু দিয়ে বইছে। তবে এখনও বৃষ্টি থামার কোনও লেশমাত্র নেই। গত তিনদিন ধরে অবিরাম বৃষ্টিত অচল কেরল।

আরও পড়ুন: বিজেপি বিধায়ককে খুন করা হয়েছে, সিবিআই তদন্তে প্রকৃত ঘটনা সামনে আসবে: দিলীপ ঘোষ

Related Articles

Back to top button
Close