আমফানের তান্ডবে ভালো নেই খেজুরি
ভীষ্মদেব দাশ, খেজুরি (পূর্ব মেদিনীপুর): আমফান ঝড়ের ৪দিন কেটে গেলেও খেজুরির বিস্তীর্ণ এলাকার পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। ফলে ভালো নেই খেজুরি। দুঃখ কষ্টের মধ্য দিয়ে দিন কাটছে সমুদ্র উপকূলবর্তী খেজুরির। আমফান ঝড় কেড়ে নিয়েছে খেজুরির সুখ। সাধারণ জনজীবন করেছে বিপন্ন। সাধারণ খেটে খাওয়া দুস্থ মানুষের মাথার ছাদ হারানোর হাহাকার দেখা গেল। দিন-আনা খেটে খাওয়া মানুষদের ঠাঁই ত্রান শিবিরে। আর শিবিরেও মিলছে না পর্যাপ্ত খাওয়ার ও পাণীয় জলটুকু।
ঝড়ের ৪দিন কেটে গেলেও খেজুরিজু্ড়ে দেখা গেল হাহাকারের চিত্র। ভেঙেছে মাথার ছাদ। দিন কাটাতে হচ্ছে প্রতিবেশীর বাড়িতে। ভেঙেছে পান চাষিদের বরোজ। নষ্ট হয়েছে সব্জি চাষ। ব্যাপক ক্ষতি মাছচাষেও। করোনা ভাইরাস, লকডাউন তারওপর আমফানে ব্যাপক ক্ষতি। সবকিছু মিলিয়ে খেজুরিজুড়ে বিষাদের সুর। খেজুরি-২ ব্লক এলাকায় ঝড়ের দাপটে প্রায় ৩হাজারেরও বেশি মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ১হাজারেরও বেশি পাকাবাড়ি আধা পাকাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও দুই ব্লকের ৬০০এরও বেশি বিদ্যুতের খুঁটি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। ৪০শেরও বেশি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুতের তারও ছিঁড়ে লন্ডভন্ড হয়েছে।
আরও পড়ুন: অনলাইন অনুষ্ঠানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে জন্মদিনের শ্রদ্ধার্ঘ
সেইসঙ্গে ঝড়ের দাপটে আলিপুরে ভেঙে পড়েছে মোবাইল টাওয়ার। গোটা এলাকা বিদ্যুৎহীন থাকায় এলাকায় ব্যাহত টেলিকম পরিষেবাও। বিপর্যয় মোকাবিলায় দিনরাত কাজ করে চলেছেন বিদ্যুৎ কর্মীরা। গাছ সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন বিপর্যয় মোকাবিলা টিম।