
শরণানন্দ দাস, কলকাতা: কালীপুজোয় খিচুড়িভোগ মিলবে তো? তারচেয়েও বড়ো প্রশ্ন করোনা কাঁটায় সেটাই বা কতোটা নিরাপদ। দুশ্চিন্তার কোনো কারণ নেই একফোনেই বাড়িতে হাজির হয়ে যাবে কালিপুজোর খিচুড়ি ভোগ। ঘটনা হলো করোনা আবহে দুর্গাপুজোর সময়েই একাধিক বিধিনিষেধ ছিল। যেমন অঞ্জলি দেওয়া যাবে না, প্রসাদ পাওয়া যাবে না, সিঁদুর খেলা যাবে না। স্বাভাবিক কারণেই মনে দুশ্চিন্তা কালিপুজোর ভোগ পাওয়া যাবে তো?
বলল, কালীপুজোর খিচুড়ি খেতে আপনাকে এই করোনা-পরিস্থিতিতেও পাড়ার বারোয়ারি প্যান্ডেলে লাইন দিতে হবে? একটা ফোন করুন।রাজ্য পঞ্চায়েত দফতরের অধীন ওয়েস্টবেঙ্গল কম্প্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশনের (সিএডিসি)র নির্দিষ্ট ফোন নম্বরে যোগাযোগ করে ‘অর্ডার’ করলেই বাড়িতে বসে পেয়ে যাবেন খিচুড়ি লাবড়া বেগুনি লুচি ও আলু-ফুলকপির তরকারির একটা ‘ডিশ’ মাত্র ৩০০ টাকায়।
সুবিধা আরও আছে। ভাইফোঁটার উপহার কিনতেও বাজারে ঢুঁ মারতে চাইছেন না, ভিড়ের ভয়ে? কুছ পরোয়া নেই। সিএডিসি’র নির্দিষ্ট নম্বরে ডায়াল করবেন আর জানিয়ে দেবেন আপনার পছন্দমতো উপহারের কথা। ঘরে পৌঁছে যাবে উপহারের মোড়ক-সহ। ভাইফোঁটা উপলক্ষে মাত্র ২২০ টাকায় মিলছে স্পেশাল গিফ্টপ্যাকও। তা-ও চলে আসবে বাড়িতে বিস্তারিত জানুন https://wbcadc.com/ – এই ওয়েবসাইটটিতে।
তবে, দু’টি পরিষেবারই বুকিং খোলা থাকছে আগামী কাল, ১৩ নভেম্বর পর্যন্ত। কেননা, ১৪ নভেম্বরে কালীপুজো আর ১৬ নভেম্বরে ভাইফোঁটা। যা করতে হবে আপনাকে আগেই করতে হবে।
তা হলে আর কী! প্ল্যানিং করে ফেল