সম্প্রীতির বাতাবরণকে সামনে রেখে ধাত্রীগ্রামে খুঁটিপুজো

অভিষেক চৌধুরী,কালনা: সম্প্রীতির বাতাবরণকে সামনে রেখে খুঁটিপুজো।এইভাবেই দুর্গাপুজোর সূচনা হল কালনার ধাত্রীগ্রাম সম্প্রীতির পুজোয়।এই উপলক্ষ্যে হিন্দু,মুসলমান সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় বৃহস্পতিবার।ধাত্রীগ্রামের ফুটবল মাঠে এই উপলক্ষ্যে উপস্থিত ছিলেন গবেষক রেজাউল ইসলাম মোল্লা(রানা), শিক্ষক তরুণ বন্দ্যোপাধ্যায়, স্বপন দেবনাথ,সেখ আহাব সহ বিশিষ্টজনেরা ।
উলুধ্বনি,শঙ্খধ্বনি,মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে এইদিন থেকেই একপ্রকার পুজো শুরু হয়ে গেল বলেই জানালেন ধাত্রীগ্রাম সম্প্রীতির পুজো উদ্যোক্তারা।তারা এও জানান এই পুজোর মূল উদ্দেশ্য সম্প্রীতির বাতাবরণ তৈরী করা।প্রথম বছরের পুজোতেই নজর কাড়ে পূর্ব বর্ধমানের কালনার ‘ধাত্রীগ্রাম সম্প্রীতি’-র উদ্যোক্তারা।সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে এক মহামিলন ক্ষেত্র তৈরী হয় এই পুজো মন্ডপে।আর এই ছবি দেখা যায় খুঁটি পুজোর দিন থেকেই।এইদিনও সেই ছবিই চোখে পড়ে।এইদিনের খুঁটিপুজোয় উপস্থিত ছিলেন ।
আরও পড়ুন: তৃণমূল নিজেদের স্বার্থেই কৃষি বিলের বিরোধিতায় : তুষার মুখার্জি
শিক্ষক তরুণ বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে বলেন,‘গতবছরে এই পুজোর সূচনা করেন এলাকারই বাসিন্দা ও গবেষক রেজাউল ইসলাম মোল্লা(রানা)।সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বাতাবরণ তৈরী করাই আমাদের পুজোর মূল উদ্দেশ্য।করোনা আবহের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে,সরকারি নির্দেশ মেনেই এইবছর সেই পুজোর আয়োজন শুরু হয়েছে।’এইধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন।পুজোর কয়েকটি দিন সেবামূলক কর্মসূচি সহ করোনা সচেতনতার প্রচারে এই পুজো মন্ডপে উপস্থিত থাকবেন এলাকার বিধায়ক,মন্ত্রী সহ সেলিব্রিটিরাও।