fbpx
আন্তর্জাতিক

উত্তর আয়াল্যান্ডের সফর সারলেন রাজা তৃতীয় চার্লস

যুগশঙ্খ, ওয়েবডেস্ক:  ব্রিটেনের গদিতে বসার পরে প্রথম উত্তর আয়াল্যান্ডের সফর সারলেন রাজা তৃতীয় চার্লস। যুক্তরাষ্ট্র সফরের অংশ হিসেবে রাজা চার্লস তৃতীয় এবং তার স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলা মঙ্গলবার উত্তর আয়ারল্যান্ডে যান।  স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকের আগে তারা হিলসবরো ক্যাসেলে স্থানীয় মানুষজনের সঙ্গে সাক্ষাৎ করেন।

স্থানীয় সময় বিকেলে উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে রানির জীবনের জন্য ধন্যবাদ জ্ঞাপন প্রার্থনা অনুষ্ঠিত হয়। উত্তর আয়ারল্যান্ডের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের পাশাপাশি অন্যান্য সংস্থার প্রতিনিধিরাও এতে অংশ নেন। এদিকে স্কটল্যান্ডের রাজধানী এডিনবরার সেন্ট জাইলস ক্যাথেড্রালে রানির কফিন দেখার সারি বন্ধ করে দেওয়া হয়েছে। লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করার আগে রানির কফিন বিকেল পর্যন্ত ক্যাথেড্রালে থাকার কথা ছিল। অনেক সাধারণ মানুষ রানির শেষ দেখা না পেয়ে অশ্রুসজল হয়ে ফিরে যায়।

 

Related Articles

Back to top button
Close