আনারস চাষিদের সমস্যা কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে তুলে ধরার আশ্বাস কিষাণ মোর্চার রাজ্য সভাপতির

শ্যামলকান্তি বিশ্বাস: রাজ্যের আনারস চাষিদের দুর্বিষহ জীবন যন্ত্রণার কথা কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের কাছে তুলে ধরার প্রতিশ্রুতি দিলেন কিষাণ মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকার। গতকাল শিলিগুড়ি বিধাননগর আনারস বাজারে আয়োজিত এক দলীয় সভায় এলাকার কৃষক সহ জেলার আনারস চাষিদের সঙ্গে মিলিত হন মহাদেববাবু। আলোচনা প্রসঙ্গে তিনি আরও বলেন, রাজ্যের কৃষকদের সঙ্গে মমতা সরকার প্রতারণা করেছেন, বিষয়টি নিয়েই আমাদের আন্দোলন, কৃষকের ন্যায্য অধিকার সহ দাবি দাওয়া আদায়ের জন্যই বিজেপি পথে নেমেছে।
আরও পড়ুন:টিটাগড়ে বিজেপি নেতা খুনের ঘটনায় গ্রেফতার তৃণমূল নেতা
রাজ্যে কৃষক বিরোধী সরকার চলছে, দিদিমণির হঠকারি সিদ্ধান্তের জন্য বাংলার ৭৬ লক্ষ কৃষক, কেন্দ্রের কিষাণ সমৃদ্ধি যোজনার আর্থিক সুবিধা থেকে বঞ্চিত। আয়ুষ্মান ভারত স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পাচ্ছেন না রাজ্যের মানুষ।ফলে রাজ্যের উন্নয়ন বিরোধী অবস্থানকে কোনও অবস্থাতেই বরদাস্ত নয়। পরিস্থিতির পরিবর্তনে রাজ্যে সরকার পরিবর্তন জরুরি। বাংলার মানুষ চাইছে জনবিরোধী কাটমানির সরকারকে ফেলে দিয়ে গৈরিক সকাল উপহার দিতে, শুধু এখন সময়ের অপেক্ষা। ২০২১-এর বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে রাজ্যে অশুভ চিত্রনাট্যের যবনিকা ঘটবে বলে দাবি করেন মহাদেববাবু।