fbpx
অন্যান্য খেলাখেলাগুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

অনলাইন যোগাসন প্রতিযোগিতায় প্রথম স্থানে দুর্গাপুরের কিষান রাম

জয়দেব লাহা, দুর্গাপুর: করোনা আবহে সামাজিক দূরত্ব বজায় রাখতে অনলাইনে আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতা। আর ওই যোগসন প্রতিযোগিতায় তাক লাগিয়ে প্রথম স্থান দখল করল দুর্গাপুরের কিষান রাম। তার সাফল্যে খুশি পরিবারের লোকজন থেকে গোটা শহরবাসী। কিষান রাম। দুর্গাপুর ভিড়িঙ্গীর বাসিন্দা। দুর্গাপুর গভমেন্ট কলেজের শারীর শিক্ষা বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তার বাবা বুধন রাম। পেশায় ক্ষুদ্র দোকানদার। মা পরিচারিকার কাজ করেন। ছোট্ট থেকেই যোগাসনের প্রতি তার ঝোক। বছর পাঁচেক ধরে দুর্গাপুরে অ্যাথলিট ও যোগাসনের প্রশিক্ষণ নিচ্ছে। সম্প্রতি বিশ্বজুড়ে করোনা ভাইরাসের থাবা। সংক্রমক রুখতে জারি হয়েছে নানান বিধিনিষেধ।

আরও পড়ুন:মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণ, মৃত ২ জখম ৫

আর তাই অনলাইনে শুরু হয়েছে নানান প্রতিযোগিতা, অনুষ্ঠান কর্মসুচী। গত ২২- ২৪ জুন ফাইভ স্টার ওয়েলফেয়ার এন্ড স্পোর্টস ক্লাবের উদ্যোগে অনলাইনে আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতা হয়। ওই প্রতিযোগিতায় অনুর্ধ ২০ বছরের বিভাগে অংশ নেয় দুর্গাপুরের কিষান রাম। তার চুড়ান্ত ফলাফলে প্রথম স্থান অধিকার করে। ইতিমধ্যে অনলাইনে তার শংসাপত্র চলে এসেছে। প্রথম হওয়ায় খুশি তার পরিবারের লোকজন ও শিল্পশহরবাসী। তার এক প্রশিক্ষক শীর্ষেন্দু বেরা জানান,” সকালে অ্যাথলিটের প্রশিক্ষণ নেয়। বিকাল অন্য একজনের কাছে যোগাসনের প্রশিক্ষণ নেয়। তার সাফল্যে খুশি ও গর্বিত।”

Related Articles

Back to top button
Close