
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: মার্কিন মুলুকে এবার পাড়ি জমাবে কলকাতা নাইট রাইডার্স। আগামী ২০২২ আইপিএলের পর এর সরকারি ঘোষণা হতে পারে। ট্যুইট করে স্বয়ং শাহরুখ খান জানিয়েছেন এই খবর। পাশাপাশি কিং খান জানিয়েছেন ব্র্যান্ড হিসেবে নাইট রাইডার্সকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়া তাঁদের লক্ষ্য। সূত্রের খবর, মার্কিন যুক্তরাষ্ট্রে টি টোয়েন্টি ক্রিকেট যথেষ্ট জনপ্রিয় হতে পারে এমন রিপোর্ট উঠে এসেছে বিভিন্ন সার্ভের মাধ্যমে।
তারপরই মেজর লিগ ক্রিকেটে লগ্নির সিদ্ধান্ত নেয় কেকেআর। মার্কিন মুলুকে প্রচুর সংখ্যায় ভারতীয়রা রয়েছেন। ক্রিকেট হলে তাঁরা মাঠে আসবেন। পাশাপাশি বেসবল প্রিয় মার্কিনীদের ক্রিকেটমুখী করে তুলতে পারে এই প্রচেষ্টা। আমেরিকান ক্রিকেট এন্টারপ্রাইজের পক্ষ থেকে একটি বার্তায় জানানো হয়েছে, ক্রিকেটের ইতিহাসে নতুন দিগন্ত খুলে দেবে এই সিদ্ধান্ত। আইপিএলে দু’বারের চ্যাম্পিয়ন কেকেআর শেষ কয়েক বছরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের অন্যতম বড় ব্র্যান্ড।