fbpx
ক্রিকেটখেলাহেডলাইন

IPL Breaking: MI’র বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং নিল KKR

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ২০২০-র প্রথম আইপিএল ম্যাচে টস-ভাগ্য সঙ্গ দিল কলকাতা নাইট রাইডার্সকে। বাকি দলগুলির মতো নিজেদের প্রথম ম্যাচে অপরীক্ষিত বাইশগজে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় কেকেআর। টস জিতে নাইট অধিনায়ক দীনেশ কার্তিক শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান মুম্বইকে।

Related Articles

Back to top button
Close