পুরসভার নিয়োগ পত্র দিয়ে করোনা যোদ্ধাদের সম্বর্ধনা

অভিষেক গঙ্গোপাধ্যায়, কলকাতা: পুলিশ, স্বাস্থ্য কর্মী চিকিৎসক ও পুরকর্মী এই করোনা যুদ্ধে সামনের সারিতে থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে স্বাস্থ্য সহ একাধিক গুরুত্ব পূর্ণ পরিষেবা পৌছে দিয়েছে। আর সেই পরিষেবা দিতে গিয়ে এদের মধ্যে অনেকেই মৃত্যু বরণ করেছেন বা কোভিডে আক্রান্ত হয়েছেন। এমন কিছু মানুষকে আজ পুরসভার পক্ষ থেকে সংবর্ধিত করা হল। পুর প্রশাসক মণ্ডলীর চেয়ার ম্যান ফিরহাদ হাকিম তাদের কে সংবর্ধিত করেন। সেই সঙ্গে ১১ জন কোরোনায় আক্রান্ত পুর কর্মী কে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। যাদের মধ্যে দুজন পরিবারের সদস্য কে পুরসভার নিয়োগ পত্র তুলে দেন। এদের মধ্যে পুর চিকিৎসক রকিবুর আহমেদের কন্যা নাজমা আহমেদ ও পুরকর্মী আমিট পাখিরার পুত্র অরিত্র পাখিরা কে নিয়োগ পত্র তুলে দেওয়া হয়। এছাড়াও চার জোনের নাম প্রক্রিয়ার মধ্যে আছে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। ধাপে ধাপে ১১ জনকেই নিয়োগ করা হবে। এদিনের অনুষ্ঠানে মোট ১৮৫ জন পুর কর্মীকে সম্মাননা প্রদান করা হয়। একইসঙ্গে কলকাতা পুলিশের ও সামনের সারিতে দাঁড়িয়ে যারা লড়াই লড়াই করেছেন তাদেরকেও সম্বর্ধিত করেন ফিরহাদ হাকিম। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরো প্রশাসক মন্ডলীর সদস্য দেবাশীষ কুমার পুরকমিশনার বিনোদ কুমার।