fbpx
কলকাতাগুরুত্বপূর্ণহেডলাইন

পুরসভার উন্নয়নমূলক কাজের ক্ষতিয়ান এবার থেকে সোশাল মিডিয়াতে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুরসভার উন্নয়ন মূলক কাজের খতিয়ান এবার সামাজিক মাধ্যমে। কোরোনা পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হলেই শিয়রে পুরভোট। তার আগে নিজেদের ভাবমূর্তি স্বচ্ছ করতে উঠে পড়ে লেগেছে কলকাতা পুরসভা। এবার থেকে পুরসভার উন্নয়নমূলক কাজের সমস্ত খতিয়ান তুলে ধরা হবে সামাজিক মাধ্যমে। সেখানে উন্নয়নমূলক কাজের প্রসঙ্গে প্রশ্ন করা যাবে কর্তৃপক্ষকে। বুধবার এক বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছেন কলকাতা পুরসভার কমিশনার বিনোদ কুমার। পুরসভার এই উদ্যোগ কার্যকরী হলে সাধারণ মানুষকে আর পরিষেবা পেতে হাতড়ে বেরাতে হবে না এমনটাই মনে করছে পুর কর্তৃপক্ষ।

পুরসভার যে কোন কাজ কে সোশাল মিডিয়াতে আপলোড করবে পুরসভার আইটি সেল। সেখানে সওয়াল জবাব ও করা যাবে। যদিও রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে পুর ভোটের আগে সাধারণ মানুষের কাছে ভাব মূর্তি স্বচ্ছ করতে পুরসভার এই উদ্যোগ। সাধারণ মানুষের পক্ষ থেকে অনেকক্ষেত্রেই পুর পরিষেবা নিয়ে অভিযোগ তোলা হয়েছে। আদপে পুরসভা যে সকল পরিষেবার কথা জানাচ্ছে, একাধিক ক্ষেত্রে বাস্তবের সঙ্গে তার মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই এবার পরিষেবা নিয়ে স্বচ্ছতার পাল্টা দাবি করতেই এই উদ্যগ নিয়েছে পুরসভা।

তবে এবার এই নতুন নয়। এর আগেও উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরতে বিভিন্ন এলাকায় জায়েন্ট স্ক্রিন লাগানো ট্যাবলো গাড়ি ঘুরেছিল পুরসভার। সেখানে বিগত পাঁচ বছরের নানা উন্নয়নমূলক কাজের ভিডিওগ্রাফি তুলে ধরা হয়েছিল। পুরসভার সেই উদ্যোগ কে কটাক্ষও করেছিল বিরোধীরা। তবে সবার এই উদ্যোগ কতটা সফল হয় সেটা সময় সাপেক্ষ।

Related Articles

Back to top button
Close