fbpx
কলকাতাহেডলাইন

মা উড়ালপুলে হাইট বার বৃদ্ধি করতে দরপত্র ডাকলো কেএমডিএ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মা ফ্লাইওভারে হাইট বার বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল কলকাতা মিউনিসিপাল দেভেলোপমেন্ট অথরিটি বা কেএমডিএ। এই কারণে ইতিমধ্যেই দরপত্র ডাকা হয়েছে কে এম ডি এর তরফে। নতুন হাইট বার বসানোর জন্য পুরনো হাইট বারগুলি কে খুলে ফেলা হবে বলেও জানানো হয়েছে কেএমডিএ তরফে। শনিবারে কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কেএমডিএ।

ভিভিআইপি কনভয় মা উড়ালপুল দিয়ে যাওয়ার জন্য যাতে কোন অসুবিধা না হয় সেই কারণেই হাইট বার বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। সেকারণে আগে থেকে বসানো যে পুরনো হাইট বার গুলি রয়েছে সেগুলি কে খুলে ফেলা হবে। ইতিমধ্যেই দেখা গিয়েছে ভিভিআইপি গাড়িগুলির মাথায় যে জ্যামার লাগানো থাকে মা উড়ালপুল দিয়ে যাওয়ার সময় কম উচ্চতার হাইট বাড়ে তার লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। হলে যাতায়াতে অসুবিধে হয়। সেই কারণেই এবার হাইড্রার বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল পুর ও নগর উন্নয়ন দফতর।

আরও পড়ুন: দক্ষিণেশ্বরে গঙ্গার ঘাটে তর্পণের সুযোগ মিলবে না এই বছর

কেএমডিএ তরফে ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বর এর মধ্যে অনলাইনের মাধ্যমে ওই আবেদন করা যাবে।হাইটবার বসানোর জন্য ১০ লক্ষ ৪৪ হাজার ১৪৩ টাকা আপাতত বরাদ্দ করা হয়েছে। যেই সংস্থার দরপত্র পাবেন তাদেরকে কাজ শুরুর ৪৫দিনের মধ্যেই কাজ শেষ করতে হবে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

Related Articles

Back to top button
Close