গণতন্ত্র বাঁচাও কর্মসূচিতে কোলাঘাটে বিজেপি কর্মীদের উপস্থিতি ছিল নজরকাড়া

বাবলু ব্যানার্জি, কোলাঘাট: গণতন্ত্র বিপন্ন, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে এই ইস্যু নিয়ে রাজ্যজুড়ে ভারতীয় জনতা পার্টি ব্লকে ব্লকে অবস্থান-বিক্ষোভ ও গণ ডেপুটেশন এর কর্মসূচি নিয়েছে। কোলাঘাট ব্লকেও বিজেপি কর্মীদের পথে নেমে এই কর্মসূচি করতে দেখা গেল গণডেপুটেশনের মধ্য দিয়ে।
কোলাঘাট ব্লকের চারটি মন্ডলের পক্ষ থেকেই আজকের এই কর্মসূচিতে অংশ নিতে দেখা যায় কর্মী-সমর্থকদের। এই কর্মসূচিতে অংশ নিতে দেখা যায় জেলার বিজেপি সম্পাদক দেবব্রত পট্টনায়েক, সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি শেখ সাদ্দাম হোসেন, যুবনেতা প্রসেনজিৎ সরকারকে।
[আরও পড়ুন- ব্যবসায়ী সমিতির উদ্যোগে পঁচিশ টাকা কেজি দরে আলু বিক্রি]
দেবব্রত পট্টনায়েক ও শেখ সাদ্দাম হোসেন যৌথ বিবৃতিতে বলেন, রাজ্যজুড়ে গণতন্ত্র আজ ভগ্নদশায় পরিণত হয়েছে, ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের নিতে হবে। ভারতীয় জনতা পার্টি রাজ্যে সুশাসন ফিরিয়ে আনতে পারে।