fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে শ্রদ্ধাঞ্জলি কোলাঘাট বিজেপি

বাবলু ব্যানার্জি, কোলাঘাট: বঙ্গ সন্তানের মাথায় দেশের সর্বোচ্চ পদাধিকারী মুকুট প্রথম। জাতীয় রাজনীতিতে প্রায় পাঁচ দশক ধরে উজ্জ্বল জ্যোতিষ্ক হয়ে কোনো না কোনো সময়ে মুখ্য ভূমিকা নিয়েছে সংসদীয় রাজনীতিতে। রাষ্ট্রপতি থাকাকালীন বিজেপি ক্ষমতায় আসার পরেও তিনি দক্ষতার  সঙ্গে সংসদীয় গণতন্ত্রকে রক্ষা করে গেছেন। এমন মানুষটিকে স্মরণ করে বিজেপির পক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যায় কোলাঘাট মন্ডলের দেউলিয়া বিজেপি কার্যালয়ে।

[আরও পড়ুন- আগ্নেয়াস্ত্রসহ এক কুখ্যাত দুষ্কৃতী গ্রেফতার]

প্রাক্তন রাষ্ট্রপতির ছবিতে মালা প্রদীপ প্রজ্জ্বলন করে শ্রদ্ধাজ্ঞাপন করেন বিজেপির নেতৃত্বরা। উপস্থিত ছিলেন জেলা বিজেপির সম্পাদক দেবব্রত পট্টনায়েক, সংখ্যালঘু মোর্চার সভাপতি শেখ সাদ্দাম হোসেন, কোলাঘাট মন্ডলের  সম্পাদক নবকুমার ভক্তা।  উপস্থিত ছিলেন যুবনেতা প্রসেনজিৎ সরকার, মহিলা নেত্রী সোমা বেরা কোলাঘাট মন্ডলের সংখ্যালঘু মোর্চার নেতা জাকির হোসেন প্রমুখ নেতৃত্ব। অন্যদিকে পুলশিটা অঞ্চলের পয়াগ বুথে বিজেপির পক্ষ থেকে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় স্মরণ করা হয়।

Related Articles

Back to top button
Close