কোলাঘাট কেটিপিপি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক দিবসে আদর্শ সমাজ গড়ে তোলার অঙ্গীকার

বাবলু ব্যানার্জি, কোলাঘাট: বিভিন্ন দেশের শিক্ষক দিবস বিভিন্ন দিনে পালিত হলেও ইউনেস্কো আজকের দিনটিতে শিক্ষক দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছেন। পূর্ব মেদিনীপুর জেলার করোনা আবহে এই দিনটি পালনের ক্ষেত্রে তেমন ভাবে সরকারি উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা না গেলেও ভিন্নভাবে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান আজকের দিনটি স্মরণ করছে। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্নস্থানে সঙ্গে কোলাঘাট ব্লকেও দিনটি পালন করা হলো বিভিন্ন স্কুলে। কোলাঘাট কেটিপিপি উচ্চ বিদ্যালয় সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনটিকে স্মরণ করলো। উপস্থিত ছিলেন কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার কৃষ্ণেন্দু চক্রবর্তী, প্রধান শিক্ষক তাপস রায় চৌধুরী,সহশিক্ষা ঘনশ্যাম বর্মন,ঈশিতা ব্যানার্জি ও অতিথি শিক্ষক সুকুমার মাইতি।
বক্তব্য রাখতে গিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার কৃষ্ণেন্দু চক্রবর্তী ও স্কুলের প্রধান শিক্ষক তাপস রায় চৌধুরী আজকের দিনটিকে সামনে রেখেই আদর্শ সমাজ গড়ে তোলার অঙ্গীকার করেন। শিক্ষক দিবসের গুরুত্ব অপরিসীম প্রতিটি মানুষের পিছনে শিক্ষকের ভূমিকা আছে ,একজন শিক্ষক একজন ছাত্রের ব্যর্থতার পাশে দাঁড়িয়ে উৎসাহ,একজন ভালো মানুষ আদর্শবান নাগরিক হতে শেখাবেন এটাই আমাদের কাম্য। আমরা একালব্যের ‘গুরুদক্ষিণা ‘শুনেছি বুনো রামনাথ এর মত শিক্ষকের কথা শুনেছি, সেকালের ব্রহ্মচর্যের কোথাও শুনেছি সেদিনের সেই ছাত্র-শিক্ষক মধুর সম্পর্ক আজও যেন মধুর হয়ে ওঠে সেই দিকটির প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে।ছাত্র শিক্ষক অভিভাবক সরকার সবাই এর মিলিত প্রচেষ্টায় ফিরে আসুক সেই সুন্দর সকাল যা শিক্ষক দিবসের তাৎপর্য বিরাজ করুক সকলের কাছে।