মহাঅষ্টমীতে মেচেদায় জলদানও মাস্ক বিলির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কোলাঘাট থানার পুলিশ আধিকারিক

বাবলু বন্দ্যোপাধ্যায় ,কোলাঘাট: আজ মহাঅষ্টমী এই পূর্ণ তিথিতে শহীদ মাতঙ্গিনী ব্লক এর মেচেদার কোলাঘাট থানা ও মেচেদা লায়ন্স ক্লাবের উদ্যোগে মাস্ক বিলি ও জলদান শিবিরের উদ্বোধন করলেন কোলাঘাট থানার পুলিশ আধিকারিক রাজকুমার দেবনাথ। উদ্বোধন করে শ্রী দেবনাথ বলেন কোলাঘাট থানা ও লায়ন্স ক্লাবের যৌথ প্রয়াসে যে কর্মসূচি নেওয়া হয়েছে তাকে সফল করার উদ্যোগ কেবল যারা উদ্যোগী তাদের নয়, মানুষের মধ্যে সচেতনতাবোধ না আসলে এই মরণ ভাইরাস থেকে রক্ষা পাওয়ার কোনো পথ নেই। বাঙালির এই উৎসবে ঠাকুর দর্শনে যারা বেরোচ্ছেন তাদের প্রতি বার্তা সরকারি সমস্ত নিয়মকানুন মেনে চলুন। আপনার আনন্দ যেন অপরের নিরানন্দের কারণ না হয়ে উঠে।
লায়ন্স ক্লাবের সম্পাদক ও সভাপতি নয়ন মান্না ও শান্তনু মন্ডল বলেন এই প্রতিষ্ঠান মানুষের সেবা মূলক না না কাজ করে যাচ্ছে। জলদান শিবির ও করোনা সচেতনতা নিয়ে মানুষকে অবগত করানোর যে প্রয়াস নেওয়া হয়েছে তা আগামী দশমী পর্যন্ত চলবে বলে জানান। উপস্থিত ছিলেন শিশির মন্ডল,সুকুমার মাইতি, জয়দেব মণ্ডল, সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। এমন উদ্যোগকে এলাকার মানুষজন সাধুবাদ জানিয়েছেন।