fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

পাঁশকুড়া বড়মা হসপিটালের চিকিৎসক ও কর্মীদের সংবর্ধনা জানালো কোলাঘাট স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান

বাবলু ব্যানার্জি, কোলাঘাট: করোনা ভাইরাস মানবজাতির ভিত নাড়িয়ে দিয়েছে। করোনা গ্রাসে  গোটা বিশ্ব বিপর্যস্ত। প্রথম সারিতে দাঁড়িয়ে চিকিৎসকও চিকিৎসা কর্মীরা মানুষকে বাঁচাতে দিনরাত শ্রম দিয়ে চলছে। এই ভাবনাকে সামনে রেখেই শনিবার পূর্ব মেদিনীপুর জেলার তথা রাজ্যের অন্যতম কোভিড চিকিৎসা কেন্দ্র পাঁশকুড়া বড়মা  হাসপাতালের কর্তৃপক্ষ চিকিৎসক ও কর্মীদের সংবর্ধনা জানালো কোলাঘাট নতুন বাজারের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।

প্রত্যেকের কপালে চন্দনের ফোটা, শরীরের ত্রিবর্ণ রঞ্জিত উত্তরীয়, সবাইযের হাতে হাতে ফুলের স্তবক, গলায় পদক ঝুলিয়ে শুভেচ্ছা ও সম্মান  জানালো উদ্যোগী সংস্থার প্রতিনিধিরা। সংস্থার পক্ষে শ্যামাপ্রসাদ মুখার্জীও নুকুল দাস বলেন আজকে মানুষ নাজেহাল এই করোনা ভাইরাস নিয়ে।  মানুষের মধ্যে আতঙ্ক তো আছেই, যুক্ত হয়েছে গুজব,ভান্ত ধারণা ও সামাজিক মানসিক ব্যধিতে। আজকে পাঁশকুড়া বড়মা কোভিড হাসপাতালে সবাইকে  সংবর্ধনার দেশের চিকিৎসক চিকিৎসা কর্মীদের সম্মান জানালাম। বাইকে পাশে থাকার বার্তা দিলাম।

আরও পড়ুন: কুড়িয়ে পাওয়া পার্সেল ফেরত দিয়ে সততার নজির গড়লেন কাঁথির যুবক

বড়মা হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর  আবজল শাহ বলেন আমরা সাফল্যের সাথে চিকিৎসা করে যাচ্ছি, মানুষের স্বার্থে যতদিন পারব আমরা পরিষেবা দিয়ে যাব। এই সম্মান আমাদের সবাইকে প্রেরণা যোগাবে এই কঠিন পরিস্থিতির মধ্যেও উদ্যোগী সংস্থার এই ধরনের উদ্যোগকে ধন্যবাদ জানাই।

 

 

 

Related Articles

Back to top button
Close