fbpx
কলকাতাগুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

আমফানের ধাক্কা কাটিয়ে স্বাভাবিক ছন্দে কলকাতা বিমান বন্দর

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার থেকে বিমান ওঠা-নামা শুরু করল কলকাতা বিমান বন্দরে। ঘূর্ণিঝড় আমফানের কবলে পড়ে বিপর্যস্ত অবস্থা তৈরি হয় বিমানবন্দরে। চারিদিকে জলে থৈ-থৈ।
পরিস্থিতি স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়। পাম্প চালিয়ে জল বের করা হয়। খুলে দেওয়া হয় রানওয়ে। বৃহস্পতিবার দুপুরের মধ্যেই জরুরি বিমান পরিষেবা শুরু হয়েছে। বিধংসী সাইক্লোন আসার আগেই কলকাতা বিমানবন্দরে থাকা একাধিক বিমান অন্য শহরে সরিয়ে নেওয়া হয়েছিল। ফলে বিমানগুলি ক্ষয়-ক্ষতির হাত থেকে বেঁচে গিয়েছে। তবে প্রবল নড়তে থাকে বিমানগুলি। বন্দরের অবস্থাও শোচনীয় হয়ে পড়ে।

কিন্তু বিপর্যয় কাটিয়ে বৃহস্পতিবার দুপুরেই চালু হয় বিমান। দুপুর আড়াইটে নাগাদ নামে একটি রাশিয়ান বিমান। এরপর দিল্লির উদ্দেশে উড়ে যায় একটি কার্গো।

Related Articles

Back to top button
Close