
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারত-বাংলাদেশ মৈত্রী সম্পর্ক চিরকালই মধুর ও কাছের। এত যুগ কেটে গেলেও সেই সম্পর্কে এতটুকু চির ধরেনি। জল ও স্থলের পর এবার আকাশপথেও নিবিড় হতে চলেছে ভারত-বাংলাদেশ সম্পর্ক। আগামী ৫ নভেম্বর থেকে চালু হতে চলেছে কলকাতা – চট্টগ্রাম বিমান পরিষেবা। আপাতত সপ্তাহে চারদিন পাওয়া যাবে এই পরিষেবা। বেসরকারি বিমান সংস্থা স্পাইসজেট জানিয়েছে, আটটি নতুন যাত্রীবাহী বিমান নিয়ে শুরু হচ্ছে এই পরিষেবা।
[আরও পড়ুন- করোনা আবহের মধ্যেও লক্ষ্মী পুজাকে ঘিরে জোর ব্যস্ততা শুরু কুমোরটুলিতে]
সব কিছু ঠিক থাকলে ৫ নভেম্বর থেকে চালু হবে এই পরিষেবা। এই নিয়ে ১১ টি দেশে সরাসরি বিমান পরিষেবা চালু করতে যাচ্ছে এই সংস্থা। এই সংস্থা আরও জানিয়েছে, ব্যবসায়ী মহলের যাতায়াতের কথা ভেবে বাংলাদেশের সঙ্গে নতুন এই পরিষেবা চালু করা হচ্ছে। চট্টগ্রাম বিজনেস ডেস্টিনেশন হিসেবে জনপ্রিয় হওয়ায় আগামী দিনে এই বিমান পরিষেবা লাভজনক হবে বলে আশাবাদী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর ফলে যোগাযোগ স্থাপনে আরও উন্নত হচ্ছে এপার বাংলার সঙ্গে ওপার বাংলা।