কলকাতাগুরুত্বপূর্ণহেডলাইন
নোয়াপাড়া-বারাসত ভায়া বিমানবন্দর মেট্রো প্রকল্প পূর্ণ গতিতে চলছে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নোয়াপাড়া-‘বারাসত ভায়া বিমানবন্দর মেট্রো প্রকল্পের কাজ পূর্ণ গতিতে চলছে। করোনা আবহে ও গত শুক্রবার লকডাউনের দিন সারারাত কাজ হয়েছে। পরিকাঠামোগত কাজের পাশাপাশি প্রকল্পের কাজের জন্য রাস্তার যে ক্ষতি হয় তাও হারানো হয়েছে।
এদিকে বুধবার মেট্রোর জিএম মনোজ জোশী শহরে চলা মেট্রো প্রকল্পগুলির অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। তিনি এদিন এ বিষয়ে মেট্রো রেল ও রেল বিকাশ নিগমের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।