মেট্রোর শারদ উপহার, আগামী সপ্তাহ থেকে বাড়তি ট্রেন

শরণানন্দ দাস, কলকাতা: বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো দরজায় কড়া নাড়ছে। করোনাকালেও পুজোর বাজার সরগরম। যাত্রীদের সুবিধার জন্য আগামী সপ্তাহ থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা। এক অর্থে মেট্রোর তরফে এটা শারদ উপহার। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে নতুন সময়সূচির কথা জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
সোমবার থেকে দিনে ২৬৬টি মেট্রো চলবে। এর আগে দিনে মোট মেট্রোর সংখ্যা ছিল ২৫৬টি। যদিও দিনের প্রথম এবং শেষ মেট্রোর সময়সূচিতে কোনও বদল হয়নি। সকাল সাড়ে ৭টায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো ছাড়বে। একই সময়ে মেট্রো ছাড়বে দমদম থেকে কবি সুভাষ এবং দমদম থেকে দক্ষিণেশ্বরের দিকে। এখন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের জন্য ১৬৭টি ট্রেন পাওয়া যাবে। আগে ১৪৮ টি মেট্রো চলত। দিনের ব্যস্ত সময়ে ৫ মিনিট পরপর মিলবে পরিষেবা। আগে অফিস টাইমের বাইরে সেই ব্যবধান বেশি ছিল। প্রতিটি প্রান্তিক স্টেশন থেকে দিনের শেষ মেট্রোটি পাওয়া যাবে রাত সাড়ে ৯টায়। সকাল ১০টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত মেট্রো পাওয়া যাবে ৫ মিনিট অন্তর। রবিবার অবশ্য মেট্রো পরিষেবা থাকবে আগের মতোই। সেইসঙ্গে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সময়সূচিতেও কোনও পরিবর্তন নেই। সেই সঙ্গে যাত্রীদের করোনা বিধি কঠোরভাবে মেনে চলার কথা ফের একবার বলা হয়েছে। প্রতিটি মেট্রো স্টেশনে স্যানিটাইজারের ব্যবস্থা আগের মতোই রাখা থাকবে।