নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আপাতত ৩০ জুন পর্যন্ত শ্রমিক স্পেশাল আর ১২ মে থেকে চালু হওয়া স্পেশাল ট্রেন ছাড়া আর কোন ট্রেন চালানো হবে না। এমনটাই ঘোষণা করেছে রেল মন্ত্রক। কিন্তু প্রস্তুতি নিয়ে রাখছে কলকাতা মেট্রো রেল। যাতে লকডাউন উঠলে পরিষেবা শুরু করতে সমস্যা না হয়। এইজন্য কিছু নিয়ম চালু করতে চলেছে মেট্রো। যেমন অফিস টাইমে ঠাসা ভিড় হতো। সেই ভিড় এড়াতে একসঙ্গে এতো যাত্রীকে উঠতে দেওয়া হবে না।
আরও পড়ুন: রাজ্যের সবচেয়ে বড় ঈদের নামাজ হচ্ছে না, একই পথে হাঁটতে পারে অন্য ঈদগাহগুলি
করোনা সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্বের উপর জোর দেওয়া হবে। এইজন্য টিকিট কাউন্টারের সামনে দুজন যাত্রীর মধ্যে অন্তত এক মিটার দূরত্ব রাখা হবে। পাশাপাশি দুটো কাউন্টার থেকে টিকিট দেওয়া হবে না। এমনকি টিকিট পাঞ্চিঙ মেশিন ও পাশাপাশি খুলবে না।